1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ

২৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা৷ এদিকে প্রচারণার শেষ দিকে এসেছে চমক জাগানো খবর– ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন এইচ এম এরশাদ৷

https://p.dw.com/p/3AgYl
Bangladesch Hussain Muhammad Ershad in Dhaka
ফাইল ফটোছবি: imago/Xinhua

প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন সব দলের প্রার্থীরা৷ বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা মাঠে নেমেছেন৷ লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠকসহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তাঁরা৷

ড. কামালের বিবৃতি

গণফোরামের সভাপতি ও জাতীয়  ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের আচরণ ‘নির্লজ্জ' ও পক্ষপাতমূলক৷ তাদের দ্বারা নিয়ন্ত্রিত সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কাছ থেকে কার্যকর ভূমিকা আশা করা দুরূহ বলে মন্তব্য করেছেন তিনি৷ তিনি বলেন, এরপরও ৩০ ডিসেম্বর দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,  তা নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই নিশ্চিত করতে হবে৷ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ড. কামাল হোসেন৷

ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন এরশাদ

একাদশ সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় পার্টি নেতা এইচ এম এরশাদ৷ এরশাদ বলেছেন, মহাজোটের সিদ্ধান্তই মানবে জাতীয় পার্টি৷ এ সময়  ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি৷ এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক৷

স্টিকারযুক্ত মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

 নির্বাচনের দিন নির্বাচন কমিশন (ইসি) থেকে দেওয়া নির্দিষ্ট স্টিকারযুক্ত মোটর সাইকেল ব্যবহার করে সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা৷ ইসির সহকারী পরিচালক আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন৷ ৩০ ডিসেম্বর ভোটের দিন সংবাদপত্র বহনকারী গাড়ি চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে৷ তবে সেই গাড়িতেও নির্বাচন কমিশনের দেয়া স্টিকার লাগাতে হবে৷

আটজন বিরোধীদলীয় কর্মী নিহত: বিএনপি

গত ৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিরোধীদল বিএনপি'র ৯,২০০ জনকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘একই সময়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮০৬টি গায়েবি মামলা দায়ের করা হয়েছে৷'' তাঁর দাবি, গত ২২ দিনে সারাদেশে ২,৭১৬ হামলার ঘটনায় বিএনপি এবং বিরোধীজোট জাতীয় ঐক্যফ্রন্টের ১২ হাজার ৫৮৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন৷ নির্বাচনি হামলায় অন্তত আটজন বিরোধীদলীয় কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন এই বিএনপি নেতা৷ আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ৷ এরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া , শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান৷

জাতিসংঘ মহাসচিবের আহ্বান

 বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যাতে সহিংসতা, দমন-পীড়ন ও বলপ্রয়োগহীন একটি পরিবেশে হতে পারে, সব পক্ষকেতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ সংখ্যালঘু, নারীসহ বাংলাদেশের সকল নাগরিক যাতে নিরাপদ পরিবেশে, আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে৷

যুক্তরাষ্ট্রের আশঙ্কা

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ৩০ ডিসেম্বরে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এ জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি)-র প্রতি আহ্বান জানিয়েছে দেশটি৷ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ কথা জানান৷

জামায়াতের প্রার্থীরা থাকছেন

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামির নেতাদের নির্বাচনে অংশগ্রহণকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট৷ তবে আদালত নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত না করায় কিংবা জামায়াতের ২৫ প্রার্থীকে ভোটের অযোগ্য ঘোষণা না করায় তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন৷

এপিবি/এসিবি (সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো, ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান