1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম

২১ জুন ২০১১

জার্মান রেডিও ডয়চে ভেলের উদ্যোগে বন শহরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’৷

https://p.dw.com/p/11fpa
DWGMF Erik Bettermann, Opening Erik Bettermann, Director General of Deutsche Welle opens the Global Media Forum 2011. Erik Bettermann (Director General of Deutsche Welle) © Deutsche Welle/ K. Danetzki
উদ্বোধনীতে ভাষণ দিচ্ছেন ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমানছবি: DW

প্রতি বছরের মত এবারও একটি বিষয় নির্ধারিত হয়েছে সম্মেলনে৷ এবারের বিষয় ‘‘বিশ্বায়নের যুগে মানবাধিকার - গণমাধ্যমের চ্যালেঞ্জ''৷ প্রথমদিন এই সম্মেলনে হাজির হন দেশি বিদেশি কয়েক শত সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী৷ তারা তুলে ধরেন নানা বিষয়ে তাদের নিজস্ব মতামত এবং দৃষ্টিভঙ্গী৷

সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমান৷ বক্তব্যে তিনি বলেন, ২০১১ সাল হচ্ছে মানবাধিকারের বছর৷ তিনি মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন৷

প্রতি বছর ডয়চে ভেলের উদ্যোগে সেরা ব্লগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ আর সেই প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয় এই গ্লোবাল মিডিয়া ফোরামে৷ এবার সেজন্য হাজির হয়েছেন বিজয়ী ব্লগাররা৷ সেরা ব্লগ জয়ী তিউনিসিয়ার লিনা বেন মেনি সোমবার তাঁর পুরষ্কার গ্রহণ করেন৷ এই সময় তিনি বলেন, তিউনিসিয়ায় যে গণঅভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করার চেষ্টা করবেন তিনি৷

GMF2010OpeningCeremony GMF Global Media Forum 2010 Erik Bettermann Opening Ceremony 21.06.2010 Foto DW/Per Henriksen #7927
আলোচনা চলছেছবি: DW

সম্মেলনে হাজির ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন বাংলাদেশে বেতার মাধ্যমের বর্তমান পরিস্থিতি৷ তিনি বলেন,‘‘বাংলাদেশে বর্তমানে চারটি বেসরকারি রেডিও কাজ করছে এবং আরও আটটিকে অনুমোদন দেওয়া হয়েছে৷'' তিনি দাবি করেন, বাংলাদেশে মত প্রকাশের পুরোপুরি স্বাধীনতা রয়েছে৷ তবে বাংলাদেশ বেতারকে বেসরকারি রেডিওগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হচ্ছে এমন বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ বেতার জনগণের জন্য কথা বলে, যেটা বেসরকারি বেতারগুলো করে না৷ তাই দুইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করার প্রশ্নই ওঠে না৷

টেলিভিশন, ইন্টারনেটের এই যুগে বেতার মাধ্যম কতটুকু ভূমিকা রাখতে পারছে, এই প্রশ্নের জবাবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক বললেন, ‘‘রেডিও বা বেতার হলো শিক্ষিত মধ্যবিত্তদের গণমাধ্যম৷ ইন্টারনেটে এখন রেডিও শোনা যায়, তা সত্বেও রেডিওর আবেদন ফুরাবে না৷ কারণ টেলিভিশন যেখানে যেতে ব্যর্থ হয় সেখানে বেতার গিয়ে হাজির হয়৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক