1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবল

শুরু হলো বিশ্বকাপের দল ঘোষণা

১৫ মে ২০১৮

ব্রাজিল তাদের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে৷ অন্দিযকে জার্মানি ঘোষণা করেছে ২৭ সদস্যের প্রাথমিক দল, যার থেকে চারজন বাদ যাবেন৷ আর আর্জেন্টিনা ঘোষণা করেছে ৩৫ সদস্যের প্রাথমিক দল৷ 

https://p.dw.com/p/2xlHq
Deutschland Fussball WM - Bekanntgabe vorläufiger WM-Kader
ছবি: Reuters/L. Kuegeler

বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ও চূড়ান্ত দল ঘোষণা শুরু হয়েছে৷

সাফল্যের দিক থেকে বিশ্বকাপের অন্যতম বড় দল হিসেবে বিবেচিত জার্মানি মঙ্গলবার ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে৷ সেই দল থেকে বাদ পড়েছেন গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির হয়ে গোল করা বোরুসিয়া ডর্টমুন্ডের মধ্যমাঠের খেলোয়াড় মারিও গ্যোৎসে৷ 

তবে ৩২ বছর বয়স্ক গোলরক্ষক মানুয়েল নয়ার আছেন ২৭ জনের দলে৷

এদিকে জার্মানির কোচ  ইওয়াখিম ল্যোভ ২০২২ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন৷

বিশ্বকাপ উপলক্ষে জার্মানির প্রাথমিক দল ঘোষণার আগেই তিনি এ তথ্য জানান৷  

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে সোমবার ব্রাজিল তার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে, যাতে নতুন চমক হিসেবে ঠাঁই পেয়েছেন তাইসন৷ চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের পাশে আক্রমণভাগে শাখতার দনেৎস্কের তাইসনকে ২৩ সদস্যের দলে রেখেছেন কোচ তিতে৷

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার  আশা করছেন, আগামী ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে৷ পিএসজির হয়ে লিগ ওয়ানে ফেব্রুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকেই মাঠের বাইরে নেইমার৷

আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ব্রাজিলের৷ ‘ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া৷

বিশ্বকাপের আরেক বড় দল আর্জেন্টিনাও সোমবার ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে৷ লিওনেল মেসির নেতৃত্বাধীন এই দলে ২০১৪ সালের মাত্র নয় জন ঠাঁই পেয়েছেন৷ প্রাথমিক দলে মেসির সাথে আক্রমণভাগ সামলানোর দায়িত্বে আপাতত আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরা, জুভেন্টাসের গনজালো হিগুয়েন এবং পিএসজির ডি মারিয়া৷   

জার্মানির ২৭ সদস্যের দল

গোলরক্ষক: মার্ক আঁন্দ্রে তের স্টিন (বার্সেলোনা), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লিনো (বায়ার্ন লিভারকুসেন), কেভিন ট্রাপ (প্যারিস সঁ-জার্মেঁ)৷

রক্ষণভাগ: নিকোলাস সুলে (বায়ার্ন মিউনিখ), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), আন্টোনিও রিউডিগা (চেলসি), জশোয়া কিমিচ (পিএসজি), মাটিয়াস গিন্টার (বোরুসিয়া মুনশেনগ্লাডবাখ) জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), ইয়োনাস হেক্টর (কোলন), মারভিন প্লাটেনহার্ট (হার্থা বার্লিন), ইয়োথান টিয়াহা (বায়ার্ন লেভারকুসেন)৷

মধ্যমাঠ: টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), টোমাস ম্যুলার (বায়ার্ন মিউনিখ), মার্কো রয়েস (বোরুসিয়া ডর্টমুন্ড), সামি খেদিরা (ইউভেন্টুস), ইউলিয়ান ড্র্যাক্সলার (পিএসজি), মেজুট ও্যজিল (আর্সেনাল), ইউলিয়ান ব্রানট (বায়ার্ন লিভারকুসেন), লিরয় সেইন (ম্যানচেস্টার সিটি), ইলকায় গুনডোয়ান (ম্যানচেস্টার সিটি), জেবাস্টিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ)   

স্ট্রাইকার: মারিও গোমেজ (স্টুটগার্ট), নিল পিটারসেন (ফ্রাইবুর্গ), টিমো ভের্নার (লাইপসিশ)

৩৫ সদস্যের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), উইলফ্রেদো কাবাইয়েরো (চেলসি), নাহুয়েল গুজমান (ইউএএনএল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)৷ 

রক্ষণভাগ: গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), ক্রিস্তিয়ান আনসাল্দি (তুরিনো), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফর্চুন), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্টিনা), ফেদেরিকা ফাসিও (রোমা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (স্পোর্তিং সিপি), রামিরো ফুনেস মোরি (এভারটন)৷

মধ্যমাঠ: মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম), লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), রিকার্দো সেন্তুরিয়ন (রেসিং), মাক্সিমিলিয়ানো মেসা (ইন্দিপেনদিয়েন্তে), লুকাস বিগলিয়া (এসি মিলান), গুইদো পিসাররো (সেভিয়া), এন্দো পেরেস (রিভার প্লেট), এভার বানেগা (সেভিয়া), জিওভানি লো সেলসো (পিএসজি), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্তিং সিপি), আনহেল দি মারিয়া (পিএসজি), ক্রিস্তিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাবলো পেরেস (বোকা জুনিয়র্স)৷ 

স্ট্রাইকার: পাওলো দিবালা (ইউভেন্তুস), দিয়েগো পেরোত্তি (রোমা), লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গনসালো হিগুয়াইন (ইউভেন্তুস), লাউতারো মার্তিনেস (রেসিং) মাউরো ইকার্দি (ইন্টার মিলান)৷

২৩ জনের ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন, কাসিও, এদেরসন

রক্ষণভাগ: দানিলো, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, থিয়াগো সিলভা, পেদ্রো জেরোমেল৷

মধ্যমাঠ: রেনাতো আউগুস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফের্নানদিনিয়ো, পাওলিনিয়ো, উইলিয়ান, ফ্রেদ৷

স্ট্রাইকার: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, দগলাস কস্তা, তাইসন৷

এইচআই/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য