শুধুমাত্র যানজটের কারণে ঢাকা শহর পছন্দ নয় | পাঠক ভাবনা | DW | 01.06.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শুধুমাত্র যানজটের কারণে ঢাকা শহর পছন্দ নয়

বাংলাদেশে যানজট একটি বড় সমস্যা, বিশেষ করে দেশের রাজধানী ঢাকায়৷ এ সম্পর্কে ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকরা তাদের মতামত তুলে ধরেছেন এবং কিভাবে যানজট দূর করা সম্ভব সে বিষয়ে পরামর্শও দিয়েছেন৷

ডয়চে ভেলের পাঠক ‘তনমন' মনে করেন, ঢাকায় যানজটের প্রধান কারণগুলো হচ্ছে পুরনো নগর পরিকল্পনায় তৈরি রাস্তাঘাট ও আবাসিক ভবন৷

আর পাঠক মামুন চৌধুরীর তো যানজটের কারণেই ঢাকা শহর আর ভালো লাগেনা৷

আকাশ ইকবাল, আদনান হোসেন নোমান, শাহ আলম, মিরাজ পাটোয়ারীরও এ ব্যাপারে মামুনের সাথে একমত৷

আর পাঠক মো.রাসেল নাকি আজ সারাটা দিনই যানজটে আটকে পড়ে ছিলেন৷

সীমান্ত সবুজও শুধুমাত্র যানজটের কারণেই ঢাকা শহরকে ভীষণ অপছন্দ করেন

তবে লতিফুর রহমান রোমান মনে করেন, ঢাকায় যানজট ছাড়াও আরো একটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে পানি সমস্যা৷

পাঠক সাইফুল হক যানজট সমস্যা সম্পর্কে কিছু না জানিয়ে বরং এই সমস্যা সমাধানের কিছু উপায় জনিয়েছেন৷ তাঁর মতে, যানজট দূর করতে হলে প্রথমেই প্রাইভেট গাড়ি কমাতে হবে৷আর বাসের জন্য আলাদা লাইন থাকতে হবে৷ আগামীতে মেট্রো রেল চালু হলেও ঢাকায় যানজট সমস্যা আর থাকবেনা বলে ধারণা পাঠক সাইফুল হকের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন