1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধুই নেইমারনির্ভর নয় ব্রাজিল

৬ মে ২০১৮

নিজ দেশে অনুষ্ঠিত গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল৷ চারবছর পর আবার আসছে বিশ্বকাপ৷ এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হবার ফেভারিটদের তালিকায় আছে নেইমাররা৷

https://p.dw.com/p/2xAiu
ব্রাজিল দল
ছবি: picture-alliance/DPPI Media/L. Lairys

ফুটবল বিশ্বকাপে অবশ্য ব্রাজিল সবসময়ই ফেভারিট৷ কিন্তু গতবার নিজ দেশে অমন শোচনীয় হারের লজ্জা কাটাতে এবার বিশ্বকাপ জিততে মরিয়া থাকবে সেলেকাওরা৷

বর্তমান ব্রাজিল দলেরসেই সামর্থ্যও আছে৷ তারাই এবার প্রথম দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে৷ যদিও বাছাইপর্বের শুরুটা ভালো ছিল না৷ ফলে ছয় ম্যাচ পর কোচ পরিবর্তন করতে হয়েছিল ব্রাজিলকে৷ ডুঙ্গার জায়গায় নিয়ে আসা হয়েছিল আদেনোর লিওনার্দো বাকিকে – যাঁকে তিতে নামেই সারা বিশ্ব চেনে৷ তিতে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর সেলেকাওরা প্রায় একরকম অপরাজেয় হয়ে উঠেছে৷

কোচ হিসেবে তিতে বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনসেলত্তির অনুসারী৷ আনসেলত্তির ‘ব্যালেন্সড' দল গড়ার বিষয়টি তিতের পছন্দ৷ আর বর্তমান ব্রাজিল দলে তারকা খেলোয়াড়ের অভাব না থাকায় সব পজিশনেই ভালমানের ফুটবলার নির্বাচন করতে পারছেন তিনি৷

এবার পজিশন অনুযায়ী ব্রাজিল দলের অবস্থা দেখে নিন:

গোলরক্ষক

তিতে কোচের দায়িত্ব নেয়ার পর সেলেকাওদের গোল সামলানোর দায়িত্ব দিয়েছিলেন সেইসময়কার অপরিচিত গোলরক্ষক আলিসন বেকারকে৷ এখন ২৫ বছর বয়সি বেকারের অন্যতম গুনমুগ্ধ সমর্থকদের মধ্যে একজন হলেন ইটালি ও ইয়ুভেন্তুসের বিখ্যাত গোলরক্ষক বুফন৷ হাত ও পায়ে সমান দক্ষতার কারণে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এডারসন এখন দ্বিতীয় গোলরক্ষক হয়ে গেছেন৷

রক্ষণভাগ

ল্যাটিন অ্যামেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ১২টি ম্যাচে কোচ ছিলেন তিতে৷ এই সময় তাঁর দল গোল খেয়েছে মাত্র তিনটি৷ এর বড় কারণ শক্তিশালী রক্ষণভাগ৷ এখন পর্যন্ত পিএসজির দানি আলভেস ও মার্কিনিয়ো এবং ইন্টার মিলানের মিরান্ডা ও রেয়াল মাদ্রিদের মার্সেলোকে নিয়ে ডিফেন্স গড়তে পছন্দ করেছেন তিতে৷ এর বাইরে বেঞ্চে যাঁরা বসে থাকবেন তাঁরাও খ্যাতিতে কম যাননা৷ পিএসজির থিয়াগো সিলভা, ইয়ুভেন্তুসের আলেক্স সান্দ্রো, ম্যান সিটির দানিলো – ফুটবল সমর্থক মাত্রই এদের ক্ষমতা সম্পর্কে জানেন৷

মধ্যমাঠ

চীনের একটি ক্লাবের হয়ে খেলা রেনাতো আউগুস্তর জায়গায় প্লেমেকার হিসেবে আবির্ভূত হতে পারেন বার্সেলোনার ফিলিপ কুটিনিয়ো৷ আরও আছেন চেলসির উইলিয়ান, ম্যান সিটির ফার্নান্দিনিয়ো, বার্সার পাউলিনিয়ো ও রেয়াল মাদ্রিদের কাসেমিরো৷

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

ফরোয়ার্ড

বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নিশ্চয় নেইমার৷ কিন্তু গত মার্চ মাসে আহত হওয়ার পর থেকে খেলার বাইরে আছেন তিনি৷ শুক্রবার তিনি তাঁর ক্লাব পিএসজিতে ফিরেছেন৷ সেখানকার চিকিৎসকরা আবার তাঁকে পরীক্ষা করে দেখবেন৷ তবে বিশ্বকাপ শুরুর আগে হয়ত নেইমারের আর প্রতিযোগিতামূলক খেলা হবে না৷ সেক্ষেত্রে একেবারে বিশ্বকাপেই মাঠে নামতে হবে তাঁকে৷ সেইসময় কোচ তিতে যদি মনে করেন নেইমার পুরো ফিট নন তাতেও সমস্যা হবে না৷ কারণ তিতের কাছে অপশন হিসেবে আছে ম্যান সিটির গাব্রিয়েল জেসুস, যিনি বাছাইপর্বে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার ছিলেন৷ এছাড়া আছেন চেলসির উইলিয়ান, লিভারপুলের ফির্মিনো ও ইয়ুভেন্তুসের কস্টা৷

বিশ্বকাপে ব্রাজিল পড়েছে গ্রুপ ই-তে৷ তাদের প্রতিপক্ষ হিসেবে আছে সুইজারল্যান্ড, কস্টা রিকা ও সার্বিয়া৷

জেডএইচ/ডিজি (এপি)

প্রতিবেদনটি নিয়ে কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য