1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতে করোনা রুখতে ইউরোপে আগাম প্রস্তুতির আহ্বান

২৫ জুলাই ২০২২

কোভিডের মোকাবিলা করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে এখনই প্রস্তুতি নিতে হবে৷৷ শরৎ এবং শীতে কোভিড মহামারির নতুন ঢেউ নিয়ে সতর্ক করলেন ইইউ-র স্বাস্থ্য কমিশনার৷

https://p.dw.com/p/4EbOk
ইইউ-র স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস
ইইউ-র স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেসছবি: KENZO TRIBOUILLARD/AFP

ইইউ-র স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস সতর্ক করে বলেছেনন যে, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই৷ মহামারি এখনো শেষ হয়নি৷ তিনি সাইপ্রাসের রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘‘বেশ কয়েকটি দেশে উদ্বেগজনকহারে মহামারি বেড়ে গেছে৷ এটা দুর্ভাগ্যজনক৷''

কিরিয়াকিডেস আরো বলেন, ‘‘গত দুই মাস ধরে আমরা শরৎ এবং শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি৷ কোভিডের পরবর্তী ঢেউ আমাদের অর্থনীতি বা সমাজে যাতে কোনো প্রভাব না ফেলে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন৷ বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ এবং সে দেশে আগ্রাসনের ফলে অর্থনীতিতে প্রভাব পড়ছে, মুদ্রাস্ফীতিও রয়েছে৷ কিছুতেই এটিকে অতিরিক্ত বোঝা হতে দেয়া যাবে না৷''

সম্প্রচার সংস্থাকে তিনি জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়স এবং শারীরিকভাবে দুর্বল মানুষদের জন্য ইইউর সদস্য দেশগুলিকে বুস্টার শটের প্রক্রিয়া এখনই দ্রুততর করতে বলা হয়েছে৷

তার কথায়, ‘‘এই মাসগুলিতে কোভিড মোকাবেলার প্রস্তুতি নিতে হবে৷ সম্ভাব্য নতুন ঢেউগুলির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে৷ মৌসুমী ফ্লুর সঙ্গেও হয়তো তা আসতে পারে৷''

আরকেসি/এসিবি (রয়টার্স)