1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে নিখোঁজ অনেকে

২০ মার্চ ২০২২

বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী লঞ্চ৷ লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন৷

https://p.dw.com/p/48kVk
Fähre in Bangladesch ertrunken
ছবি: bdnews24.com

এতে হতাহতের ঘটনা ঘটেছে৷ স্থানীয় সময় রবিবার রাত দশটা পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামানের বরাত দিয়ে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর বলছে, নিহতদের মধ্যে অন্তত দুজন শিশু ও দুজন নারী রয়েছেন৷ 

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর বিডিনিউজকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচজন ডুবুরি পানির নিচ থেকে দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করেন৷ একজন যাত্রী সাঁতার কেটে ফিরে আসার পর মারা যান৷ 

জিল্লুর বলেন, “লঞ্চের যাত্রীদের ভাষ্য অনুযায়ী, সেখানে ৪০ থেকে ৫০ জনের মতো যাত্রী ছিলেন৷ তাদের মধ্যে ২০ থেকে ২৫ জন তীরে উঠতে পেরেছেন৷’’ অর্থাৎ সে হিসেবে খবরটি লেখা পর্যন্ত ১০ থেকে ২০ জনের খবর পাওয়া যায়নি৷ 

এদিকে, লঞ্চটি শীতলক্ষ্যা নদীর ২৫ মিটার (প্রায় ৫৫ হাত) গভীরে ডুবে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ এটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে৷ 

‘‘বিআইডব্লিউটিএর একটি উদ্ধারকারী জাহাজ ও একটি বার্জের সহায়তায় লঞ্চটিকে উঠানোর পরিকল্পনা করা হচ্ছে৷ রাতের মধ্যেই উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসবে’’, বলেন জিল্লুর৷

এদিকে, রাতে উদ্ধারকাজ আপাতত স্থগিত রাখার কথা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে ফায়ার সার্ভিস৷  সোমবার আবার পানির নিচে উদ্ধার অভিযান চালানো হবে৷ 

এর আগে স্থানীয় সময় রোববার দুপুর আনুমানিক ২টায় সোনাকান্দা এলাকায় কয়লা ঘাটের কাছে ঘটনাটি ঘটে৷ স্থানীয় পত্রপত্রিকাগুলো তাদের প্রতিবেদনে জানায়, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন-২ নামের যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দিয়েছে রূপসী-৯ নামের একটি পণ্যবাহী জাহাজ৷

স্থানীয়ভাবে মোবাইলে ধারণ করা একটি ভিডিওতেও দেখা যায়, রূপসী-৯ নামের জাহাজটি মাঝনদীতে একটি যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে প্রায় এর ওপরে উঠে যাচ্ছে৷ লঞ্চটির কোন কোন যাত্রী তখন ঝাঁপ দিয়ে পানিতে পড়ে গেলেও অনেকে লঞ্চ ডোবার সময় এর ভেতরেই ছিলেন৷

 

 

 

ঘটনার কারণ তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে৷ তিন কার্যদিবসের মধ্যে কমিটি মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে৷ এছাড়া, জরুরি যোগাযোগের জন্য ‘হটলাইন’ খুলেছে বিআইডব্লিউটিএ; এর নম্বর-১৬১১৩৷

এদিকে, নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজকে বলেন, পণ্যবাহী জাহাজ রূপসী-৯ সিটি গ্রপের মালিকানাধীন একটি কার্গো জাহাজ৷

শীতলক্ষ্যায় কার্গো জাহাজের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার খবর এবারই প্রথম নয়৷ গত বছর এপ্রিলেও একটি দুর্ঘটনায় মারা যান ২৭ জন৷ 

জেডএ/এআই (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য