1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিকের জায়গা পাওয়া যাচ্ছে না

৭ ডিসেম্বর ২০২২

জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে শীত। গলছে বরফ। ঘোষণা করা যাচ্ছে না শীতকালীন অলিম্পিকের জায়গা।

https://p.dw.com/p/4Ka2c
শীতকালীন অলিম্পিক
ছবি: David Ramos/Getty Images

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মঙ্গলবার জানিয়েছে, ২০৩০ সালে শীতকালীন অলিম্পিক কোন দেশে হবে, তা এখনো ঠিক করে ওঠা যায়নি। জলবায়ু পরিবর্তনের জন্য বহু দেশেই এখন আর আগের মতো বরফ পড়ছে না। ফলে ২০৩০ সালের আয়োজক দেশ স্থির করা যাচ্ছে না।

অলিম্পিক কমিটি জানিয়েছে, ২০৩০ সালের দেশ ঘোষণা করা এখনই সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আরো আলোচনা প্রয়োজন। বস্তুত, আগামী দিনে শীতকালীন খেলাধুলো আদৌ সম্ভব কি না, হলে কীভাবে, এবিষয়েও আলোচনা প্রয়োজন বলে তারা জানিয়েছেন।

২০২৩ সালে শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার পরেই ২০৩০ সালের আয়োজক দেশের নাম ঘোষণার কথা ছিল।

এদিন যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামী দিনে অলিমন্পিক কমিটি শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ নির্বাচনের ক্ষেত্রে খানিকটা ফ্লেক্সিবল বা নানা দরজা খোলা রাখতে চায়। যাতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে অসুবিধা না হয়। এতে খেলোয়াড়দেরও সুবিধা বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

কোনো জায়গায় ফেব্রুয়ারি মাসে ১০ বছর ধরে তাপমাত্রার রেকর্ড যদি শূন্য ডিগ্রির তলায় থাকে তবেই একমাত্র শীতকালীন অলিম্পিক আয়োজনের দাবি করা যায়। দীর্ঘদিন ধরে এর ভিত্তিতেই শীতকালীন অলিম্পিকের আয়োজন হচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে, দেখা যাচ্ছে, ১০ বছরের রেকর্ড দেখাতে পারছে না আয়োজক দেশগুলি।

এসজি/জিএইচ (ডিপিএ)