1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর সাজা ১০ বছরের বেশি নয়: হাই কোর্ট

৫ মার্চ ২০২১

শিশুর অপরাধ যত বড়ই হোক তাকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছে হাই কোর্ট৷ শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না বলা হয়েছে রায়ে৷

https://p.dw.com/p/3qFER
ছবি: DW/Harun Ur Rashid Swapan

‘মো. আনিস মিয়া বনাম রাষ্ট্র’ মামলায় হাই কোর্টের বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দস ও বিচারপতি এ এস এম আবদুল মোবিন- এই তিন সদস্যের বেঞ্চে এ রায় হয়৷ ২০১৯ সালের ২৮ আগস্ট এ রায় ঘোষণার পর সম্প্রতি ৬৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে৷ একটি হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ১৯৭৪ সালের শিশু আইনে ২০১১ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এবং শিশু আদালতের রায়ে এক শিশুকে ১০ বছরের সাজা দেওয়া হয়৷ পরে শিশুটির পক্ষে ১০ বছরের সাজার বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা হয়৷ ২০১৮ সালের ২ অক্টোবর প্রধান বিচারপতি বৃহত্তর বেঞ্চ গঠন করেন এবং তিন সদস্যের বেঞ্চের রায়ে আনিসের সাজা বাতিল করা হয়৷ আদালতে মো. আনিস মিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এস এম শাহজাহান ও মো. আবু হানিফ৷

নিউরোসায়েন্স এবং মনস্তাত্ত্বিক গবেষণা অনুযায়ী শিশুরা তাদের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয়৷

রায়ে বলা হয়েছে, শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ কিশোর বিচার ব্যবস্থার ধারণার পরিপন্থি৷ কিশোরের বিচার (জুভেনাইল জাস্টিস) ব্যবস্থায় কোনো শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যমূল্য নেই৷ এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে সাজা দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য