1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর ভুলে হাসাহাসি, বিভাজিত রাজনীতি এবং সবার দায়

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৫ এপ্রিল ২০২২

পহেলা বৈশাখে একটি টেলিভিশন চ্যানেলের লাইভ সম্প্রচারে এক শিশুর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল চলছে৷ প্রশ্ন উঠেছে সাংবাদিকতার নীতিমালা ও সংবাদমাধ্যমে একতরফা প্রচারের যৌক্তিকতা নিয়েও৷

https://p.dw.com/p/4A0Jk
বাংলাদেশে বৃহস্পতিবার বাংলা নববর্ষ পালিত হয়ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

পহেলা বৈশাখে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসি এলাকায় ‘‘কেমন লাগছে এখানে এসে, কোনটা বেশি ভালো লাগছে?’’- এমন একটি প্রশ্নের জবাবে শিশুটি বলেছে, ‘‘ভালো লাগছে৷ পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ পহেলা বৈশাখ মানে...৷’’ এরপর অবশ্য লাইভে থাকা সাংবাদিক মাইক্রোফোন সরিয়ে আরেক ব্যক্তিকে প্রশ্ন করেন৷

লাইভ সম্প্রচারের পর ১৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে৷ শিশুটিকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করা হচ্ছে৷ শুধু তাই নয়, ওই ভিডিও ক্লিপের সঙ্গে কেউ কেউ আপত্তিকর মন্তব্য জুড়ে দিয়ে, ভয়েস বিকৃত করে নতুন নতুন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে৷
এই পরিস্থিতিকে তিনটি দিক দিয়ে বিশ্লেষণ করেছেন সাংবাদিক, শিশু মনোবিদ, ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা৷ তা হলো-

১.সাংবাদিকতার নীতিমালা
২.শিক্ষা সংকট এবং
৩. বঙ্গবন্ধুকে এক সময় অঘোষিতভাবে নিষিদ্ধ করার পর এখন অতি প্রচার৷

সাংবাদিকতার নীতিমালা কী বলছে?

গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা মনে করেন, এখানে শিশুটিকে নিয়ে ট্রল করা কোনোভাবেই মেনে নেয়া যায়না৷ সে একটি বিষয় জানতে পারে আবার নাও জানতে পারে৷ যারা ট্রল করছেন তারা অন্যায় করছেন৷ তারা ভেবে দেখছেন না এই শিশুটি কতটা কষ্ট পাচ্ছে৷ তাদের পরিবার কতটা কষ্ট পাচ্ছে৷ তারা ভেবে দেখছেন না এটা যদি তাদের পরিবারের কাউকে নিয়ে হতো তাহলে তারা কীভাবে নিতেন৷

সাংবাদিকতার নীতি অনুযায়ী শিশুদের দিকে ক্যামেরা তাক করাই একটি অনুচিত কাজ: সৈয়দ ইশতিয়াক রেজা

তিনি বলেন, ‘‘আর সাংবাদিকদের ভিতরে একটা প্রবণতা আছে তারা কোনো অনুষ্ঠানে গেলে সেটা পাবলিক পরীক্ষা হলেও শিশু দেখলেই ক্যামেরটা তার দিকে নিয়ে তাকে প্রশ্ন করা৷ সাংবাদিকতা নীতি অনুযায়ী শিশুদের দিকে ক্যামেরা তাক করাই একটি অনুচিত কাজ৷ যদি খুব প্রয়োজন হয় সাংবাদিক এবং পুলিশ যদি শিশুদের কিছু জিজ্ঞেস করতে চাইলে তার অভিবাবকের অনুমতি নিতে হবে৷ আবার অনেক সময় অভিবাকরাও চান তার শিশু সন্তানের ছবি বা বক্তব্য প্রচার করা হোক৷ এখানেও সাংবাদিকের কাজ হলো তাদের নিরুৎসাহিত করা৷’’

তিনি মনে করেন, ‘‘এজন্য প্রত্যেকটি সংবাদমাধ্যমে একটা গাইডলাইন থাকা উচিত৷ আর যারা ফিল্ডে কাজ করেন তাদেরও বিষয়টি জানা উচিত৷’’

শিশুটির ওপর মানসিক চাপ পড়ছে:

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু মনো চিকিৎসক ডা. হেলালউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমিও ভিডিওটি দেখেছি এটা সত্য, না এডিটেড আমি জানিনা৷ তবে এটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা, শিশুটিকে প্রশ্ন করা, মূল গণমাধ্যমে দেখানো কোনোভাবেই ঠিক হয়নি৷ এটা শিশুর মনের ওপর একটি প্রভাব ফেলবে৷ এখানে শিশুটির অধিকার ক্ষুন্ন করা হচ্ছে৷’’

শিশুটির কোনো দায় নেই, তার শিক্ষায় ত্রুটি আছে: ডা. হেলালউদ্দিন আহমেদ

তার মতে, ‘‘এখানে শিশুটির কোনো দায় নেই৷ তার শিক্ষায় ত্রুটি আছে৷ তাকে শিক্ষার লক্ষ্য থেকে বিচ্যুত করা হয়েছে৷ তাকে যা শেখানো হচ্ছে, তার বাইরে যে আরো কিছু বিষয় নিয়ে জানা দরকার সেটা তাকে শিখানো হচ্ছে না৷’’

সংকট কোথায়?

শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘‘এই দেশের জন্ম বঙ্গবন্ধুর হাতে হয়েছে, তিনি দেশের জনক- এই কথাগুলো ঠিক আছে৷ কিন্তু এখন একটা প্রবণতা হয়েছে যে-কোনো ভালো কিছু হলেই বঙ্গবন্ধুর নামে চালিয়ে দেয়া৷ এই প্রবণতার কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে৷ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা কত জন জানেন? এমনকি যারা তার আদর্শের অনুসারী, তাদের কতজন পড়েছেন? তার সম্পর্কে ভালোভাবে জেনে তাকে শ্রদ্ধা জনাতে হবে৷ তার সম্পর্কে না জেনে এভাবে কথা বলে লাভ নেই৷ তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বঙালি, তার কাজই তাকে শ্রেষ্ঠ করেছে৷ তাকে নিয়ে তিনি যা করেননি তা বলার দরকার নেই৷’’

এখন একটা প্রবণতা হয়েছে যে-কোনো ভালো কিছু হলেই বঙ্গবন্ধুর নামে চালিয়ে দেয়া: ড. মোহাম্মদ কায়কোবাদ

তিনি বলেন, ‘‘একসময় বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল৷ আর এখন তার সম্পর্কে না জেনে অনেকে অনেক কিছু বলছেন৷ তাকে ভালোভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ৷ ৭৫-এর ১৫ আগষ্টের পর আমাদের যে প্রতিবাদ করার কথা ছিল, আমরা তখন তা করিনি৷ এখন আবার না জেনে অনেক কিছু বলছি৷’’

তার কথা, ‘‘ওই শিশুটির তো কোনো দোষ নেই৷ তাকে যেভাবে শেখানো হয়েছে, সে সেভাবেই বলেছে৷ কিংবা আশপাশে যেভাবে শুনেছে, সেভাবেই বলেছে৷’’

ইতিহাসবিদ আফসান চৌধুরী মনে করেন, শিশুটি যা বলেছে এটাকে এত সিরিয়াসলি নেয়ার কিছু নেই, ‘‘একটি বাচ্চা কোথা থেকে শিখেছে, কীভাবে শিখেছে জানি না৷ হয়তো তার পরিবার থেকে শিখেছে৷ তার পরিবারে ওইভাবে বলা হয়৷ তবে এটা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এর কোনো মানে হয় না৷ সব বাচ্চা তো এরকম বলে না৷ আমরা সবাইকে এভাবে বলতে শুনিনি৷ ফলে ওই শিশুটি যে প্রতিনিধিত্বশীল তা বলা যাবে না৷ আর সাংবাদিক কেন প্রশ্ন করেছে, সেটা সে-ই বলতে পারবে৷’’

বাচ্চাটি কী বলেছে সেটা কোনো সূচক না: আফসান চৌধুরী

তিনি বলেন, ‘‘পহেলা বৈশাখ নিয়েও এ বছর যে পরিমাণ রাজনীতি হচ্ছে, এর আগে আমরা এত রাজনীতি দেখিনি৷ আমদের সময় হলে তো এটাকে (শিশুর জবাব) কেউ পাত্তাই দিতো না৷ সিরিয়াসলি নিতো না৷ এখন সমাজের মধ্যে অস্থিরতা বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, বিভিন্ন গোষ্ঠী ও দল খুব সংঘাতপূর্ণ অবস্থানে চলে যাচ্ছে, সেই জন্য এখন প্রতিটি বিষয় এবং প্রতিটি উচ্চারণই রাজনৈতিক হয়ে যাচ্ছে৷ রাজনৈতিকভাবে নেয়া হচ্ছে৷’’

তার কথা, ‘‘আমার ধারণা ওই বাচ্চাটা পহেলা বৈশাখও বোঝে না, শেখ মুজিবুর রহমানও বোঝে না৷ সে হয়ত তার পরিবারে বা স্কুলে যা শুনেছে, তা বলেছে৷ এই বাচ্চাটির কথা নিয়ে যে ট্রল বা হাসাহাসি হচ্ছে এটা বিভাজিত রাজনীতির সূচক৷ বাচ্চাটি কী বলেছে সেটা কোনো সূচক না৷’’