1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর খাবারে বিষ মিশিয়েছিলেন তিনি

২৬ অক্টোবর ২০১৮

গত সোমবার জার্মানির একটি আদালত এক ব্যক্তিকে সাড়ে ১২ বছরের জেল দিয়েছেন৷ ঐ ব্যক্তির বিরুদ্ধে হত্যার চেষ্টা ও শিশুর খাবার বিষাক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন রায় দেন আদালত৷

https://p.dw.com/p/37EHU
ছবি: Fotolia/victoria p

ঘটনাটি ঘটেছে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ফ্রিডরিশহাফেনে৷ প্রায় এক বছর আগে ৫৪ বছর বয়সি ঐ ব্যক্তি সুপারমার্কেটে শিশুর খাবারে বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছিলেন৷ একটি-দু'টি নয়, পাঁচটি জারভর্তি বিষাক্ত পদার্থমিশ্রিত খাবার রেখেছিলেন সুপারমার্কেটে৷

শুধু তাই নয়, বিক্রেতাদের ব্ল্যাকমেইলও করেছিলেন৷ তিনি তাদের কাছে ১ কোটি ৩৫ লাখ ডলার দাবি করেছিলেন৷ অর্থ না দিলে আরো এমন খাবার রাখার হুমকি দিয়েছিলেন৷

চাঞ্চল্যকর এই ঘটনার জন্য আদালত তাকে পাঁচ দফা ‘হত্যা চেষ্টা’র দোষে দোষী সাব্যস্ত করে৷ আইনজীবী পেটার ফবিলার এই মামলার বাদী আইনজীবী ছিলেন৷ তিনি রায়ের পর শুধু পুলিশকে তাদের দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ দিয়েছেন৷ বলেছেন, ‘‘আসলে ভাগ্যও সহায় হয়েছে৷’’

জারগুলোতে যে পরিমাণ বিষাক্ত পদার্থ মেশানো ছিল, তাতে কোনো শিশু তা খেলে মৃত্যু অবধারিত ছিল৷ ঐ ব্যক্তির আইনজীবী খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর বিষয়টি মেনে নিলেও হত্যাচেষ্টার অভিযোগ মানতে নারাজ৷

শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি ‘অতিরঞ্জিত’ আচরণ করেন, যাতে প্রাথমিকভাবে মনে হতে পারে তিনি মানসিকভাবে অসুস্থ এবং মনস্তাত্বিক কারণে তিনি শিশুর খাদ্যে বিষ মেশানোর মতো আচরণ করে থাকতে পারেন৷

ঐ ব্যক্তি আদালতে এ-ও বলেছিলেন যে, তিনি প্রচুর মদ্যপান করেন এবং ব্যাথানাশক ঔষধ খান৷

সেটা পরীক্ষার জন্য সোমবার একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নেয়া হয়৷ সেই বিশেষজ্ঞ বলেন, অভিযুক্ত ব্যক্তির গভীর কোনো মানসিক সমস্যা নেই৷

জেডএ/এসিবি (ডিপিএ)