1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুকে গ্রেপ্তারে পুলিশে কল!

২৬ জুন ২০১৮

৮ বছরের এক কৃষ্ণাঙ্গ শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে কল দিলেন এক শ্বেতাঙ্গ নারী৷ শিশুটির মা এই দৃশ্য ধারণ করলেন ফোনে৷ আর তারপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে পড়েছে৷

https://p.dw.com/p/30HUs
Screenshot Youtube | 'Permit Patty' video goes viral
ছবি: youtube/KTVU

ভিডিওতে দেখা যায় এক শ্বেতাঙ্গ নারী মোবাইল ফোন নিয়ে কাউকে কল করছেন৷ যিনি ভিডিও করছিলেন, তাঁর কণ্ঠে শোনা যায়, সে নারী এক ৮ বছরের শিশুকে পুলিশে ধরিয়ে দিতে চাচ্ছেন৷

রেকর্ডিংয়ের এক পর্যায়ে রাস্তার পাশের দেয়ালে মুখ লুকানোর চেষ্টাও করেন সেই শ্বেতাঙ্গ নারী৷ কিন্তু ভিডিও ধারণকারী এগিয়ে গিয়ে আবার তাকে দেখানো শুরু করেন৷ তখন সেই নারী দাঁড়িয়ে বলেন, অনুমতি ছাড়া পানি বিক্রি করায় পুলিশ ডাকছেন তিনি৷ শিশুটিকে অবশ্য ভিডিওতে দেখা যায়নি৷

পরে জানা যায়, যিনি ভিডিওটি রেকর্ড করেছেন, তিনি শিশুটির মা এরিন আস্টিন৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ১২ লাখেরও বেশি বার৷

বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে অস্টিন জানান, ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো৷ সম্প্রতি তাঁর চাকরি চলে যাওয়ায় মেয়ে জর্ডানকে নিয়ে প্রতিশ্রুতিমতো ডিজনিল্যান্ড যেতে পারছিলেন না তিনি৷ সেই টিকেটের অর্থ সংগ্রহের জন্যই জল বিক্রি করছিল জর্ডান৷

ভিডিওটি #PermitPatty হ্যাশট্যাগে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

মার্কিন যুক্তরাষ্ট্রে ইদানীং কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশ ডাকার প্রবণতা অনেক বেড়ে গেছে৷ পাবলিক পার্ক, কফি হাউজেও তাঁদের শিকার হতে হচ্ছে নানা হেনস্তার৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান