1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু হারিয়ে গেলে ১০ বছরের কারাদণ্ড

৮ ফেব্রুয়ারি ২০২১

মন্ত্রিসভার বৈঠকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়৷ নতুন আইনে শিশু কেন্দ্র থেকে শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর কারাদাণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানাও হবে৷

https://p.dw.com/p/3p4AE
নতুন আইনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনীয় সেবা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, বিনোদন, চিকিৎসা, শিক্ষা ও শিশুর জন্য অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে৷
নতুন আইনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনীয় সেবা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, বিনোদন, চিকিৎসা, শিক্ষা ও শিশুর জন্য অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে৷ছবি: Dominic Nahr/Save The Children

শিশু দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টারগুলো যথাযথভাবে পরিচালনার জন্য নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার৷ নতুন আইনে দিবাযত্ন কেন্দ্র খুলতে হলে সরকারের অনুমোদন ও সনদ প্রয়োজন হবে৷ কোনো অব্যবস্থাপনা বা শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর কারাদাণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়৷

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, "বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনীয় সেবা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, বিনোদন, চিকিৎসা, শিক্ষা ও শিশুর জন্য অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে এবং শিশুর নিরাপত্তা বিপন্ন, কর্তব্যে অবহেলা, শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করলে দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে৷ শিশু দিবাযত্ন কেন্দ্র খোলার নিয়ম-কানুন খসড়ায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে৷”

নতুন এই আইন পাস হওয়ার পর সরকারের অনুমোদন ছাড়া শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা অপরাধ বলে গণ্য করা হবে বলেও তিনি জানান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)