1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অহিংস বিক্ষোভ সমর্থন করি: বাইডেন

২০ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ‘গাজায় চলমান মানবিক সংকট' নিয়ে তাদের ‘শান্তিপূর্ণ অহিংস বিক্ষোভ' সমর্থন করেন৷

https://p.dw.com/p/4g41v
জো বাইডেন
অহিংস বিক্ষোভে আপত্তি নেই বাইডেনেরছবি: Alex Brandon/AP/picture alliance

সিভিল রাইটস মুভমেন্ট নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের সাবেক বিশ্ববিদ্যালয় মোরহাউস কলেজের সমাবর্তনে রোববার বক্তব্য দেন বাইডেন৷ তিনি বলেন, ‘‘আপনাদের কথা শোনা উচিত, এবং আমি বলছি, আমি আপনাদের কথা শুনেছি৷''

‘‘গাজায় মানবিক সংকট চলছে,'' উল্লেখ করে বাইডেন বলেন, ‘‘সেজন্য আমি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি৷''

অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী সমাবর্তন গাউনের উপর ফিলিস্তিনি স্কার্থ কাফিয়াহ পরেছিলেন৷

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন ও গাজায় সামরিক অভিযানের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েক সপ্তাহ বিক্ষোভ অনুষ্ঠানের পর বাইডেন ঐ বিশ্ববিদ্যালয় সফর করেন৷ ‘‘আমি জানি এটা আমার পরিবারের অনেককেসহ আপনাদের অনেককে ক্ষুব্ধ ও হতাশ করছে,'' বলেন বাইডেন৷

তিনি জানান, একটি আঞ্চলিক শান্তিচুক্তির জন্য তিনি চেষ্টা করছেন যার মধ্যে ‘দ্বি-রাষ্ট্র সমাধান থাকবে, যেটা একমাত্র সমাধান'৷ মধ্যপ্রাচ্যে তিনি ‘স্থায়ী ও টেকসই শান্তির' চেষ্টা করছেন বলে জানান বাইডেন৷

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সপ্তাহান্তে সৌদি আরব ও ইসরায়েল সফর করেছেন৷ তিনি যুদ্ধবিরতি ও ঐ দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন৷

মোরহাউস কলেজে বাইডেনের আমন্ত্রণ বাতিল করতে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো একটি চিঠি অনলাইনে প্রকাশ করেছিলেন কয়েকজন সাবেক শিক্ষার্থী৷ তাদের অভিযোগ, বাইডেনের নীতি গাজায় ‘গণহত্যা' সমর্থনের সমান৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি, রয়টার্স)