1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে সাবেক মেয়র গ্রেপ্তার

২৩ ডিসেম্বর ২০২১

শিক্ষা কর্মকর্তাকে বিজয় দিবসের অনুষ্ঠানে থাপ্পড় মারার ঘটনায় বরখাস্ত দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

https://p.dw.com/p/44kHe
ছবি: picture-alliance/AP Photo/A. Nath

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান বৃহস্পতিবার সকালে উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে৷

থাপ্পড় মারার ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহর করা মামলাতেই শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে জামালপুরে পাঠানো হচ্ছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান৷

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ৷ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসনের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ৷ অনুষ্ঠানে পৌরসভার নাম ঘোষণায় ‘দেরি হওয়ায়' মেয়র গালাগাল করেন এবং থাপ্পড় মারেন বলে সেদিন অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তা৷ পরে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন৷

খবরটি সংবাদমাধ্যমে আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়৷ মেয়রের শাস্তির দাবিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন৷ তবে অভিযোগের বিষয়ে সে সময় মেয়র শাহানশাহ বলেছিলেন, শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ ‘রহস্যজনক কারণে' পৌরসভার নাম ৫ নম্বরের বদলে ৮ নম্বর ক্রমে ঘোষণা করেন৷  তিনি বলেন, ‘‘এ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হয়েছে; থাপ্পড় মারার অভিযোগ কাল্পনিক ও মনগড়া৷’’

মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' জানিয়ে তা প্রত্যাহারের দাবিতে পাল্টা মানববন্ধন করে দেওয়ানগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরিষদ৷

বিষয়টি নিয়ে ১৯ ডিসেম্বর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে' শাহনেওয়াজকে শাহানশাহকে দল থেকে বহিষ্কার করার কথা জানায় জেলা আওয়ামী লীগ৷ দুদিন পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় শাহানশাহকে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে৷

সেই প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘যেহেতু মো. শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচিন নয় এবং জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে, এ কারণে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হল৷’’

শাহনেওয়াজ শাহানশাহ ২০১৬ সালে প্রথমবার দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র হন৷ এবছর মার্চের নির্বাচনে আওয়ামী লীগ তার বদলে মনোনয়ন দেন ফারীন হোসেনকে৷ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহানশাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়৷

ঋণ খেলাপির কারণে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় শাহানশাহর বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগ তাকেই নির্বাচনে সমর্থন দিলে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন শাহানশাহ৷

শাহানশাহ সে সময় তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘‘কপালের লিখন না যায় খণ্ডন’’

 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান