1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকের অভিনব হ্যান্ডশেকের ভিডিও ভাইরাল

২৭ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি৷ নাম ব্যারি হোয়াইট জুনিয়র৷ প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিত্ব অনুযায়ী তিনি তাদের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে হাত মেলান৷ আর তাঁর এই হাত মেলানোর ভিডিওটি হয়েছে ভাইরাল৷

https://p.dw.com/p/2a0EJ
ছবি: picture alliance/dpa/A. Warmuth

নর্থ ক্যারোলাইনার অ্যাশলে পার্ক এলিমেন্টারি স্কুলের শিক্ষক ব্যারি হোয়াইট জুনিয়র৷ এই বছরের ফেব্রুয়ারিতে তার স্কুলের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ আর সেটা হলো, শিক্ষার্থীদের সঙ্গে তাঁর হাত মেলানোর ভিডিও৷ শিক্ষকের এই যে ‘এনার্জি' সেটা শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে৷ আর তাই তো তিনি ‘টিচার কুল' হিসেবে পরিচিতি পেয়েছেন৷ তাঁর ‘হাই ফাইভ' বা হাত মেলানোর মধ্যে নাচের ভঙ্গিমা ও বিভিন্ন স্টেপস থাকে৷ ভিডিওতেই আপনারা তার এক ঝলক দেখতে পাবেন৷ ঠিক ক্লাস শুরুর আগে, তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে হাত মেলান, এতে শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে ক্লাসে যায়, সবার মুখে থাকে হাসি৷

তবে ২৩শে মার্চ তাঁর শিক্ষার্থীদের জন্য ছিল অন্যরকম একটা দিন৷ সেদিন তাদের জন্য ছিল বিশেষ চমক৷ বাস্কেটবল দল হ্যারলেম গ্লোবটটার্স-এর বিখ্যাত তারকা খেলোয়াড়কে নিয়ে সেদিন সকালে স্কুলে হাজির হয়েছিলেন ব্যারি৷ আর তিনি কীভাবে শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলালেন দেখুন ভিডিওতে৷ হোয়াইট জুনিয়র বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের হ্যান্ডশেক দেখে উদ্বুদ্ধ হয়েছেন৷ ২৩শে মার্চ মোবাইল ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়৷ 

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য