1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি বজায় রাখতে বললো ইইউ আর রাশিয়া

৪ অক্টোবর ২০১২

বুধবার সিরিয়ার সীমান্ত থেকে মর্টারের গোলা ছোড়া হলে তুরস্কের ৫ জন মারা যান৷ তুরস্কও পাল্টা আঘাত হানে, তাতে ৭ জন সিরীয় সৈন্য নিহত হয়৷ তুরস্ক ইতিমধ্যে সীমান্ত দিয়ে সিরিয়ায় আক্রমন করার অনুমোদন নিয়ে নিয়েছে সংসদের কাছ থেকে৷

https://p.dw.com/p/16JZf
ছবি: Bulent Kilic/AFP/GettyImages

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দু’দেশের প্রতি ধৈর্য এবং সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছে৷ ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের মুখপাত্র বলেছেন, ‘‘পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে কারো জন্যই ভালো হবে না৷ আমরা চাইনা সেরকম কিছু হোক৷’’

বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত নগরী আকচাকালেতে মর্টারের গোলা ছোড়া হয় সিরিয়ার তেল আবিয়াদ সীমান্তের কাছের কোনো জায়গা থেকে৷ তাতে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়৷ গোলা কে বা কারা ছুঁড়েছে তা এখনো পরিষ্কার নয়৷ সিরিয়া সরকার আঘাতের উৎস খুঁজে বের করার জন্য তদন্ত করার আশ্বাস দিয়েছে৷ পাশাপাশি শান্তি বজায় রাখার আহ্বানও জানিয়েছে দেশটি৷ তুর্কি নাগরিক নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সিরিযার তথ্যমন্ত্রী ৷ কিন্তু তুরস্ক আঘাতের জবাব দিতে দেরি করেনি৷ বুধ ও বৃহস্পতিবারে তাদের গোলন্দাজ বাহিনীর চালানো পাল্টা হামলায় কমপক্ষে সাত জন সিরীয় সৈন্য মারা যায়৷ তুরস্কের কামানের গোলা তেল আবিয়ানের একটি সেনা ছাউনিতে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে৷

Syrien Türkei Akcakale Soldaten
সিরিয়া-তুরস্ক সীমান্তে এখন টানটান উত্তেজনা...ছবি: Bulent Kilic/AFP/GettyImages

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ানের এক সিনিয়র উপদেষ্টা টুইটারে লিখেছেন, ‘‘তুরস্কের সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ নেই, কিন্তু নিজেদের সীমান্তের নিরাপত্তা রক্ষার ক্ষমতা তাদের আছে এবং যখনই আঘাত আসবে তখনই তার উপযুক্ত জবাব দেয়া হবে৷’’

সীমান্তের বাইরে সৈন্য পাঠানোর জন্য সংসদের অনুমোদন চেয়েছিল এর্দোয়ান সরকার৷ রাষ্টীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী সে অধিকার তারা সংসদ থেকে আদায় করে নিয়েছেন৷ ন্যাটো জানিয়েছে, তারা তুরস্কের পাশে আছে৷ পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ব্রাসেলস ও নিউ ইয়র্কে দুটি জরুরি বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোট৷ জাতিসংঘের প্রতিও তুরস্ক সিরিয়ার বিরুদ্ধে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানিয়েছে৷ ওদিকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, তারা তাদেরবন্ধুরাষ্ট্র' তুরস্কের পাশে ছিল এবং থাকবে

এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, হামলা ও পাল্টা হামলার পর সিরিয়া ও তুরস্কের মধ্যে বেড়ে চলা উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে৷ তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেশির আতালাই জানিয়েছেন, সিরিয়ার সরকার জাতিসংঘের মাধ্যমে তুরস্কের কাছে ক্ষমতা প্রার্থনা করেছে৷ এছাড়া, এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও দামেস্ক আশ্বাস দিয়েছে তারা৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য