1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনের ইউক্রেন সফর

২১ এপ্রিল ২০১৪

পূর্ব ইউক্রেনে ইউক্রেনপন্থি এবং রুশপন্থিদের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে৷ ওদিকে রুশভাষীদের জন্য রাশিয়ার নাগরিক হওয়া সহজ করেছেন পুটিন৷ পাশাপাশি চলছে শান্তি উদ্যোগ৷ এ উদ্যোগের অংশ হিসেবে জো বাইডেন এখন ইউক্রেন সফরে৷

https://p.dw.com/p/1BlbI
Joe Biden Donald Tusk Warschau Polen 18.03.2014
ছবি: Reuters

রোববার পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে ইউক্রেনপন্থি এবং রাশিয়াপন্থিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ সংঘর্ষে এক জন নিহত এবং তিন জন আহত হয়েছে বলে জানা গেছে৷ এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যাচ্ছেন ইউক্রেন সফরে৷ মঙ্গলবার খুব গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসার কথা তাঁর৷ বৈঠকটি হবে ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে৷ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এ বৈঠকে ইউক্রেনের সংবিধান সংস্কার, অর্থনীতিকে জোরদার করা, বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এক পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনের রুশভাষীদের প্রতি সহানুভূতি এবং সমর্থনকে আরো বোধগম্য করেছেন৷ সোমবার প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের যে-কোনো অংশের রুশভাষীদের জন্য রাশিয়ার নাগরিক হওয়ার আইনকে আরো সহজ করার প্রস্তাবে স্বাক্ষর করেছেন তিনি৷

গত সপ্তাহেই ইউক্রেন সংকট অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছিল রাশিয়া৷ সেই সিদ্ধান্তের পরও বিশ্লেষকরা বলছেন, ইউক্রন প্রশ্নে রাশিয়া তার পূর্বতন অবস্থান থেকে সরে আসছে এমন ভাবার কোনো কারণ নেই৷ তাঁদের মতে, পুটিনের মূল লক্ষ্য সব রুশ ভাষাভাষীকে একতাবদ্ধ করা৷ রশভাষাভাষীদের জন্য রাশিয়ার নাগরিক হওয়া আরো সহজ করে কি সেই পথেই এগোচ্ছেন ভ্লাদিমির পুটিন?

এসিবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য