1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি আলোচনার কোন প্রয়োজন নেই: আব্বাস

হোসাইন আব্দুল হাই১৭ ফেব্রুয়ারি ২০০৯

সোমবার ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করার উদ্যোগ নেবে – এমন কোন সরকারের সাথে শান্তি আলোচনার কোন প্রয়োজন নেই৷

https://p.dw.com/p/Gvpv
ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ছবি: AP

সফররত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ এর সাথে বৈঠকের পর রামাল্লায় মাহমুদ আব্বাস সংবাদ সম্মেলনে বলেন, অবৈধ বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত আলোচনা হবে অর্থহীন ও অপ্রয়োজনীয়৷

আব্বাস জোর দিয়ে বলেন, ইসরায়েলের নতুন সরকারকে অবশ্যই ইসরায়েলী-ফিলিস্তিনী দ্বন্দ্বের অবসানে দ্বি-পাক্ষিক সমাধানকে সমঝোতার পূর্ব-শর্ত হিসেবে গ্রহণ করতে হবে৷ তিনি বলেন, আমরা আবার শূন্য থেকে শুরু করতে পারি না৷ পশ্চিম তীরের ইফরাত বসতির দক্ষিণ অঞ্চলে একটি পাহাড় দখল করার ইসরায়েলী সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন আব্বাস৷

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের সাথে যে কোন আলোচনার কয়েকটি পূর্বশর্ত থাকতে হবে – যেমন অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে, পশ্চিম তীরের সামরিক চেকপয়েন্ট সরাতে হবে এবং শান্তি প্রক্রিয়ার রোডম্যাপের পরিকল্পনা মাফিক ইসরায়েলী সৈন্যদের ২০০০ সালের ২৮ সেপ্টেম্বরের আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে৷

Israel Wahlen Plakat Livni und Netanyahu
... ইসরায়েলের নতুন সরকারকে অবশ্যই ইসরায়েলী-ফিলিস্তিনী দ্বন্দ্বের অবসানে দ্বি-পাক্ষিক সমাধানকে সমঝোতার পূর্ব-শর্ত হিসেবে গ্রহণ করতে হবে৷ছবি: AP

উল্লেখ্য, তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ অলমার্টের নেতৃত্বে ইসরায়েলের বিদায়ী সরকার ২০০৭ সালের নভেম্বরে মাহমুদ আব্বাসের সাথে শান্তি প্রক্রিয়া শুরু করেছিল৷ কিন্তু গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে অলমার্ট পদত্যাগ করেন৷ এর ফলে নির্ধারিত সময়ের আগেই গত মঙ্গলবার সেদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়৷

প্রেসিডেন্ট শিমন পেরেস চলতি সপ্তাহের শেষদিকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর ৭ দিন ধরে বিভিন্ন দলের সঙ্গে সরকার গড়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবেন৷ তারপর তিনি লিকুদ দলের নেতা বিনইয়ামিন নেতানিয়াহু অথবা কাদিমা দলের নেত্রী সিপি লিভনি – এ দু'জনের কোন একজনকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন৷ এই মুহূর্তে বিভিন্ন দল জোট বন্ধনের লক্ষ্যে পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে৷

সোমবার দৈনিক পত্রিকা ইসরায়েলী ‘হা'আরেৎস' এ প্রকাশ করা হয় যে, ইসরায়েলী কর্তৃপক্ষ ঐ এলাকার ১.৭ মিলিয়ন বর্গমিটার অংশকে নিজেদের রাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া সম্পন্ন করেছেন৷

অলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ বলেন, বিদায়ী সরকার প্রায় ছয় মাস আগে ঐ এলাকায় ৪০টি বসতি নির্মাণের অনুমোদন করে, যা পুরনো পরিকল্পনার অংশ৷ তাঁর মতে, এই বসতিগুলো যেখানে স্থাপন করা হবে তা ইতিমধ্যে বরাদ্দ রাখা জমির উপরেই হবে৷ তিনি বলেন, সরকারের নীতি হচ্ছে নতুন করে ফিলিস্তিনী কোন ভূ-খণ্ড দখল করা হবে না৷

এদিকে সম্প্রতি গাজায় ইসরায়েলের ২২ দিনব্যাপী হামলা বন্ধ হলেও গাজা থেকে মাঝে মাঝেই ইসরায়েলে বিচ্ছিন্ন রকেট হামলা চলছে এবং ইসরায়েলও পাল্টা হামলা করছে৷ তেল আভিভে ইসরায়েলী সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সোমবারেও ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে দু‘টি রকেট নিক্ষেপ করা হয়েছে৷ ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিকটবর্তী – স্থানীয় পত্র-পত্রিকায় এমন খবর প্রকাশের পরও এ ধরণের বিচ্ছিন্ন হামলা ও পাল্টা-হামলা অব্যাহত রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান