1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শসা দেখলে বিড়াল ভয় পায়

৪ আগস্ট ২০১৬

ভিডিওটি দেখলে বুঝবেন শসা দেখা মাত্র একটি বিড়াল কী পরিমাণ ভয় পেতে পারে! আতঙ্কে সে একেবারে শূন্যে লাফিয়ে ওঠে, যেন ‘কেউ' তাকে ধরতে না পারে৷

https://p.dw.com/p/1JbXk
Katze im Versteck
ছবি: Fotolia/R. Schramm

এই ‘কেউ' হচ্ছে সাপ৷ বিড়াল যখন হঠাৎ করে শসার দেখা পায় তখন সে শসাকে ‘সাপ' মনে করে এমনভাবে লাফিয়ে ওঠে যেন ছোবল দিতে না পারে!

প্রাণীদের চলাফেরা ও স্বভাব নিয়ে গবেষণা করেন মার্কিন কনজারভেশন বায়োলজিস্ট কন স্লোবোদচিকফ৷ তিনি বলেন, ‘‘বংশগতভাবেই বেড়ালরা সাপ খুব ভয় পায়, তাই তাদের এড়িয়ে চলে৷ শসা দেখতে অনেকটা সাপের মতো হওয়ায় বেড়াল যখন হঠাৎ করে শসা দেখে তখন তার মধ্যে সাপের ভয় ঢুকে যায়৷''

এখানে অবশ্য শসা মুখ্য বিষয় নয়৷ যা কিছু দেখতে সাপের মতো সেগুলোর দেখা পাওয়া মাত্রই বেড়াল এমন আঁতকে উঠবে বলে জানান স্লোবোদচিকফ৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য