1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ

সঞ্জীব বর্মন২১ এপ্রিল ২০০৯

পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনের আগে এই প্রথম বাম বিরোধী এক জোট নির্বাচনে লড়ছে৷ কিন্তু এই জোট কতটা মজবুত এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সমীকরণ বদলে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

https://p.dw.com/p/HbM4
মমতাই কি শেষ হাসি হাসবেন?ছবি: UNI

ভারতের পঞ্চদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ আগামী ৩০শে এপ্রিল পশ্চিমবঙ্গের ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে কংগ্রেস ও তৃণমূল৷ বাম বিরোধিতা ছাড়া তাদের মধ্যে আর কোনো মিল আছে কি, তা নিয়ে ভোটারদের মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে৷ অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে এক ধর্মনিরপেক্ষ জোট ক্ষমতায় আসার সুযোগ পেলে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ড.মনমোহন সিং বাম দলগুলির সমর্থনের আশা প্রকাশ করেছেন৷ এমনটা ঘটলে পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য৷

ভারতের চলমান লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয়েছে, সেবিষয়ে জানতে আমরা কথা বলেছি সিপিআইএম দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা ড.মানস ভুঁইঞা এবং তৃণমূল কংগ্রেস প্রবীণ নেতা সৌগত রায়ের সঙ্গে৷