1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকপাল বিল চূড়ান্ত করতে মন্ত্রিসভার বৈঠক

১৯ ডিসেম্বর ২০১১

দুর্নীতি-বিরোধি লোকপাল বিলের খসড়া চূড়ান্ত করতে আজ রাতে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক৷ জানা গেছে, বিলের চূড়ান্ত অনুমোদনে কিছু জটিলতা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/13VWN
সমাজসেবি আন্না হাজারেছবি: dapd

এই জটিলতাগুলোর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই'কে লোকপাল বিলের আওতায় রাখা নিয়ে৷ সরকার চাইছে সরকারি কর্মচারিদের দুর্নীতির তদন্ত করতে রাখা হোক পৃথক শাখা আর প্রধানমন্ত্রীকে বিলের আওতায় রাখা হতে পারে উপযুক্ত রক্ষাকবচ সাপেক্ষে৷ এদিকে প্রধানমন্ত্রী চাইছেন, লোকপাল বিল পাশ হোক সংসদের বর্তমান অধিবেশনে৷ অর্থাৎ আগামী ২৩শে ডিসেম্বরের মধ্যে৷ আর সেটা না হলে, সংসদের অধিবেশন বাড়ানো হবে বলেও জানা গেছে৷

সমাজসেবি আন্না হাজারে ওদিকে সরকারকে হুমকি দিয়েছেন যে, লোকপাল বিল পাশ করাতে হবে সংসদের চলতি অধিবেশনে এবং তা হতে হবে গ্রহণযোগ্য৷ তা নাহলে ডিসেম্বরের ২৭ তারিখ থেকে তিনি আবার অনশনে বসবেন এবং ১লা জানুয়ারি থেকে শুরু হবে দেশব্যাপী জেল ভরো আন্দোলন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান