1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেখক, সাংবাদিক  ফরহাদ খান আর নেই

১ অক্টোবর ২০২১

লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক, ডয়চে ভেলে বাংলার সাবেক সম্পাদক ফরহাদ খান মারা গেছেন৷ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান৷

https://p.dw.com/p/417vA
ছবি: Ayse Tasci/DW

সাবেক সহকর্মীর বিদায়েডয়চে ভেলে বাংলা বিভাগ শোকাহত৷

১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ডয়েচে ভেলে বাংলা বিভাগের সম্পাদক হিসেবে কাজ করা ফরহাদ খানের মৃত্যু সংবাদ দ্য ডেইলি স্টারকে জানান বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতান৷

তিনি বলেন, ‘‘ফরহাদ খান দীর্ঘদিন অসুস্থ ছিলেন তার ক্যানসারের চিকিৎসা চলছিল৷ কয়েকদিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টায় মারা গেছেন৷''

ফরহাদ খানের জন্ম ১৯৪৪ সালের ২৩ ডিসেম্বর৷ পৈতৃক নিবাস কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে৷ ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু করেন তিনি৷ ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে যোগ দেন ৷  সেখানে একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালক হিসেবে ২০০২ সালে অবসর নেন তিনি ৷

১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ডেপুটেশনে ডয়েচে ভেলে বাংলা বিভাগে কাজ করেন তিনি৷ তারপর দেশে ফিরে গেলেও সেখান থেকেও ডয়চে ভেলে বাংলা বিভাগের হয়ে বেশ কিছু স্মরণীয় কাজ করেছেন তিনি৷ পহেলা বৈশাখ নিয়ে কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্যের সঙ্গে তাঁর সুদীর্ঘ আলোচনা অনেক পাঠককে মুগ্ধ করেছিল৷

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)