1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লেক মমতা’ সুমিতা

অগ্নিদ্বীপ মুখোপাধ্যায় কলকাতা
১৫ নভেম্বর ২০২১

গত দুই দশক ধরে কলকাতার পরিবেশের ভারসাম্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাশয় রবীন্দ্র সরোবর লেকের চারপাশ পরিষ্কার রাখা এবং লেকের বাস্তুতন্ত্রকে যথাসম্ভব অক্ষুণ্ণ রাখার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন সুমিতাদেবী৷

https://p.dw.com/p/42zld

প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে হাজির হয়ে যান লেকে৷ লেক যাতে নোংরা না হয়, তার জন্য যা যা করা সম্ভব, করেন৷ অনেকক্ষত্রে বাধার সম্মুখীন হতে হয়৷ কিন্তু কোনো বাধাই তাঁকে দমাতে পারে না৷ খানিকটা এই অদমনীয় মনোভাবের জন্যই তিনি আজ ‘লেক মমতা’ নামে সমধিক পরিচিত৷