1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুধিয়ানা বিস্ফোরণে অভিযুক্ত জার্মানিতে গ্রেপ্তার

২৮ ডিসেম্বর ২০২১

জার্মানি থেকে গ্রেপ্তার করা হলো লুধিয়ানা বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জসবিন্দার সিং মুলতানিকে।

https://p.dw.com/p/44v5k
গত ২৩ ডিসেম্বর লুধিয়ানায় বিস্ফোরণ হয়।

গত ২৩ ডিসেম্বর লুধিয়ানার আদালত ভবনে বিস্ফোরণ হয়। আদালত ভবনে একটি বাথরুমে বিস্ফোরণের ফলে একজন মারা যান এবং পাঁচজন আহত হন।  সেই বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত জসবিন্দার সিং মুলতানিকে পুলিশ জার্মানি থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ তদন্ত করে জানতে পারে, এই বিস্ফোরণের মূল চক্রী ছিল গগনদীপ সিং। পাঞ্জাব পুলিশের বরখাস্ত হওয়া এই কনস্টেবল বিস্ফোরণে মারা যায়। তারপরই জসবিন্দরের জড়িয়ে থাকার কথা জানতে পারে পুলিশ। গোয়েন্দারা খবর পান, জসবিন্দার জার্মানিতে আছে। 

জসবিন্দার খালিস্তানি নেতা। সে দিল্লি ও মুম্বইতেও বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। সে পাকিস্তান থেকে বিস্ফোরক পাঠাতো। জসবিন্দরের বয়স ৪৫ বছর। সে শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপন্ত সিংহ পান্নুর কাছের নেতা। ২০১৯ সালে শিখ ফর জাস্টিস নিষিদ্ধ করা হয়।

জিএইচ/এসজি(পিটিআই)