1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুঙ্গি নিয়ে হাইকোর্টের রুল

জাহিদুল হক১৭ এপ্রিল ২০১৩

গুলশান, বারিধারার মতো অভিজাত এলাকায় রিকশা চালকরা লুঙ্গি পরতে পারবেন কিনা তা নিয়ে অবশেষে হস্তক্ষেপ করতে পয়েছে হাইকোর্টকে৷ ঐসব এলাকায় লুঙ্গি পরে রিকশা চালকদের প্রবেশ বন্ধ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়েছে হাইকোর্ট৷

https://p.dw.com/p/18HBR
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

দুই সপ্তাহের মধ্যে বারিধারা সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পুলিশের গুলশান অঞ্চলের ডিসি ও গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে৷

এপ্রিলের ৩ তারিখে ডেইলি স্টার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় ঐহিত্যবাহী পোশাক লুঙ্গি পরা রিকশা চালকদের বারিধারায় প্রবেশে বাধা দেয়া হচ্ছে, যার আশেপাশেই কূটনীতিক ও বিত্তশালী মানুষ থাকেন৷

এরপর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে৷ ফেসবুকে আমন্ত্রণ জানিয়ে ১৩ এপ্রিল ‘লুঙ্গিমার্চ' করেন কয়েশ' তরুণ-তরুণী৷ তাঁরা লুঙ্গি পরে সাইকেল চালিয়ে বারিধারায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন৷ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়৷ পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়৷ এ প্রসঙ্গে ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড জয়ী ব্লগার আলী মাহমেদ কয়েকটি প্রশ্ন তুলেছেন৷ তাঁর ব্লগে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের কোন আইনে এদের বাঁধা দেয়া হলো? বাংলাদেশে কী সাইকেল চালানো নিষেধ, লুঙ্গি পরা নিষেধ?''

Rikscha Dhaka Bangladesch
বিপদে পড়েছেন রিকশা চালকরাছবি: DW/H. Swapan

এরপর তিনি ১৯৯১ সালের পয়লা আগস্ট তারিখে ‘দৈনিক বাংলা'-য় প্রকাশিত একটি সংবাদের উল্লেখ করে জানান, সেসময় জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হুমায়ূন কবীর লুঙ্গি ও পাঞ্জাবি পরে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পেরেজ দ্য ক্যুয়েলারের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছিলেন৷

এমনিভাবে ফেসবুকে অনেকে একটি ছবি শেয়ার করেছিলেন যেটাতে দেখা যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা লুঙ্গি পরে রিকশায় চালকের আসনে বসে রয়েছেন৷

এই ছবিটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী ইভান রেহান লিখেছেন, ‘‘এই ছবিটা দেখে কি বারিধারার লোকজন আমেরিকা যাওয়া ছেড়ে দিবেন??? প্লিজ ছেড়ে দিন...৷''

অনেককে লুঙ্গি পরে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করতে দেখা গেছে৷ এমন একটি ছবি দিয়ে অস্ট্রেলিয়ায় পিএইচডি গবেষণারত মোবাশ্বার হাসান লিখেছেন, তিনি যেখানেই থাকেন না কেন লুঙ্গি পরেন৷ তার ইচ্ছা আছে অস্ট্রেলিয়ায় যদি তিনি গাড়ি কেনেন তাহলে লুঙ্গি পরে গাড়ি চালাবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য