1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় বিদেশি সেনা চায় না বিদ্রোহীরা

৩১ আগস্ট ২০১১

লিবিয়ার অন্তবর্তীকালীন শাসকরা সেদেশে কোন বিদেশি সেনা মোতায়েন এর পক্ষে নয়৷ লিবিয়া বিষয়ক জাতিসংঘের দূত জানিয়েছেন এই তথ্য৷ এদিকে, মুয়াম্মার গাদ্দাফিকে ধরতে নানামুখী চেষ্টা চালাচ্ছে বিদ্রোহীরা৷

https://p.dw.com/p/12Qkj
Rebel fighters patrol the road near the village of Heisha, some 100 kilometers east from Misrata, LIbya, Tuesday, Aug. 30, 2011. Libyan rebels are demanding that Algeria return Moammar Gadhafi's wife and three of his children for trial after they fled, raising tensions between the neighboring countries. Algeria's decision to host members of the Gadhafi clan is an "aggressive act against the Libyan people's wish," said Mahmoud Shammam, information minister in the rebels' interim government. (Foto:Sergey Ponomarev/AP/dapd)
এগিয়ে চলেছে বিদ্রোহীরাছবি: dapd

লিবিয়ায় বিদেশি সেনা

লিবিয়ার নিরাপত্তার দায়িত্ব বিদ্রোহীরাই কাঁধে নিতে রাজি৷ এজন্য কোন বিদেশি সেনা বা পর্যবেক্ষক চায় না বিদ্রোহীরা৷ সেদেশের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল, এনটিসি'র চেয়ারম্যান জানিয়েছেন, নিরাপত্তার জন্য বিদেশি সহায়তার প্রয়োজন নেই৷ লিবিয়া বিষয়ক জাতিসংঘের দূত ইয়ান মার্টিন জানান, জাতিসংঘ লিবিয়ায় সামরিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় এনেছিল৷ জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার দূত ইব্রাহিম দাবিসিও আন্তর্জাতিক সেনা উপস্থিতির ক্ষেত্রে না-সূচক মত ব্যক্ত করেছেন৷ তিনি বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগের সম্ভাবনার কথা বলছে কিন্তু লিবিয়ার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা৷ লিবিয়ার সহিংসতা প্রসঙ্গে ইব্রাহিম বলেন, এটা কোন গৃহযুদ্ধ নয়, দুই দলের মধ্যে কোনও সংঘাত নয়, লিবিয়ার জনগণই একনায়কতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে৷

In this Monday, Aug.30, 2011, a blazing pickup truck driven by two Gadhafi soldiers, one of them raises his hands second right, on a scouting mission that came under fire by Libyan rebels on the front line, 86 miles (138 kilometers) from Sirte, Libya, The car was destroyed and the two loyalist soldiers were captured, injuring one, after trying to escape. Rebels have been converging from the east and west on Sirte, 250 miles east of Tripoli, preparing to battle Gadhafi loyalists. (Foto:Gaia Anderson/AP/dapd)
সির্ত শহরে হামলা অব্যাহতছবি: picture-alliance/dpa

যুদ্ধ পরিস্থিতি

বিদ্রোহী বাহিনী মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সির্ত শহরের পূর্ব এবং পশ্চিম অংশ থেকে আক্রমণ শুরু করেছে৷ সে শহরের উপর ন্যাটোর বিমান হামলাও চলছে৷ এরই মাঝে এনটিসি, গাদ্দাফিপন্থীদেরকে আত্মসমর্পণ বা দলত্যাগের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে৷ তবে, গাদ্দাফির মুখাপাত্র মুসা ইব্রাহিম এই সময়সীমাকে উড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন, কোন সম্মানিত, মর্যাদাপূর্ণ জাতি সশস্ত্র গুন্ডা দলের চরমপত্র মেনে নেবেনা৷ তবে ক্রান্তিকালীন সরকার গঠনের বিষয়ে গাদ্দাফি পুত্র সাদ বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন মুসা৷

গাদ্দাফি কোথায়?

এটি এখন কোটি টাকার প্রশ্ন৷ বিদ্রোহী কমান্ডাররা গাদ্দাফির অবস্থান সনাক্তে বিভিন্ন পন্থায় কাজ করছে৷ বিশেষ করে টেলিফোন কল কিংবা তথ্যবাহকদের সূত্র ধরে গাদ্দাফির অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে৷ এনটিসি'র ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হিশাম বুহাগির বিশ্বাস করেন, মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলির কাছের শহর বনি ওয়ালিদ অথবা সির্ট শহরে অবস্থান করছেন৷ তিনি বলেন, সেখানে কিছু দল নিযুক্ত আছে যারা তাঁর ফোন কল সনাক্তের চেষ্টা করছে৷ আমরা জানি, গাদ্দাফি নিজে ফোন ব্যবহার করছেন না৷ তবে, তাঁর আশেপাশে যারা ফোন ব্যবহার করেন, তাদের দিকে নজর আমাদের৷ বলাবাহুল্য, মুয়াম্মার গাদ্দাফি কোথায় আছেন সেটি নিশ্চিতভাবে জানাতে পারেনি কোন পক্ষই৷ তবে আলজিরিয়া জানিয়েছে, গাদ্দাফি'র স্ত্রী এবং তিন সন্তান সেদেশে আশ্রয় নিয়েছেন৷ ‘মানবিক' কারণেই নাকি তাদেরকে আশ্রয় দিয়েছে আলজিরিয়া৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য