1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় থাকা এক বাংলাদেশির পরামর্শ

২১ জুলাই ২০১৯

২০১৮ সালে এক দালালের কথা বিশ্বাস করে লিবিয়া যান মোহাম্মদ স্বপন৷ সেখানে তাঁর জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে এবং তিনি ডলারে বেতন পাবেন বলে জানানো হয়েছিল৷

https://p.dw.com/p/3MRaI
Libyen Luftangriff Tajoura Detention Center bei Tripolis
ছবি: Reuters/Satellite image ©2019 Maxar Technologies

এরপর কী হয়েছে, তা তিনি সম্প্রতি জানিয়েছেন থমসন রয়টার্স ফাউন্ডেশনকে৷ স্বপন বলেন, লিবিয়ায় যাদের তাঁকে চাকরি দেয়ার কথা ছিল তারাই তাঁকে অপহরণ করেছিল৷ এরপর তাদের দাবি অনুযায়ী টাকা দেয়ার পর আরেক গ্রুপের হাতে তাঁকে তুলে দেয়া হয় বলে জানান স্বপন৷ শেষ পর্যন্ত ১০ লাখ টাকা খরচ করে মুক্তি পান তিনি৷

এখন একসঙ্গে দু'টি কাজ করছেন স্বপন৷ ফলে ঘুমানোর তেমন একটা সুযোগ পান না তিনি৷ অথচ মাসে আয় করছেন মাত্র ২৭৫ ডলার বা ২৩ হাজার টাকা, যা চেষ্টা করলে বাংলাদেশেই আয় করতে পারতেন তিনি৷

‘‘আর কী করতে পারি আমি? শুধু লিবিয়ায় আসার জন্যই আমি অনেক ঋণ করেছি৷ এখানে না আসার জন্য আমি বাংলাদেশিদের পরামর্শ দিতে চাই৷ আপনি জানেন না, আপনি বাঁচবেন, না মারা যাবেন,'' থমসন রয়টার্সকে বলেন স্বপন৷

তাঁর মতো সাজ্জাদ হোসেনও ছয়মাস আগে ইউরোপে উন্নত জীবন গড়ার আশায় লিবিয়া গিয়েছিলেন৷ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু ধরা পড়ে লিবিয়ার ত্রিপোলির একটি কেন্দ্রে আটক ছিলেন

সম্প্রতি ঐ কেন্দ্রে আকাশ থেকে চালানো বোমা হামলায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হন৷ সাজ্জাদসহ আরেক বাংলাদেশি এতে আহত হন৷ তাঁরা এখন জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে রয়েছেন৷ তাঁদের বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে৷

সাজ্জাদের ভাই একতার মোল্লা বলছেন, ‘‘বিদেশে গিয়ে পরিবারের জন্য অর্থ আয় তাঁর স্বপ্ন ছিল৷ আমরা এখনও জানিনা, আবার কখন সে ঠিকমতো কথা শুনতে ও হাঁটতে পারবে৷''

২০১১ সালে গাদ্দাফির পতনের পর লিবিয়ায় এখনও অস্থিরতা বিরাজ করছে৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়ে একটি সরকার ত্রিপোলির দায়িত্বে রয়েছে৷ তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)৷ সাজ্জাদদের কেন্দ্রে হামলার ঘটনা এই যুদ্ধের কারণেই হয়েছে৷

জেডএইচ/ডিজি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য