1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার সংকট মোচনে সমন্বিত আন্তর্জাতিক কৌশল প্রয়োজন: শেখ হাসিনা

২০ এপ্রিল ২০১১

লিবিয়ার মত সংকট পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত কৌশল প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/10y5F
সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ চাইছেন শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈদেশিক কমর্সংস্থান সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের ২দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধানী অনুষ্ঠানে তিনি একথা বলেন৷

অন্যদিকে আরেক অনুষ্ঠানে তিনি ধর্মীয় লেবাসের আড়ালে ধর্মব্যবসায়ীদের মুখোশ খুলে দেয়ার আহ্বান জানান৷ ঢাকা থেকে হারুন উর রশিদ স্বপন৷

অভিবাসী সংক্রান্ত কলম্বো প্রক্রিয়ার ১১টি দেশের মন্ত্রী পর্যায়ের ২দিন ব্যাপী বৈঠক শুরু হয়েছে আজ ঢাকায়৷ প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে লিবিয়া থেকে ৩০ হাজার বাংলাদেশীকে দেশে ফেরত পাঠাতে সহায়তা করায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, লিবিয়ায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশসহ অনেক দেশই ক্ষতির মুখে পড়েছে৷এধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের কথা বলেন৷ তার মতে সবাই মিলে উদ্যোগ নিলে পরিস্থিতি মোকাবেলা অনেক সহজ হবে৷

Tunesien Libyen Flüchtlinge aus Bangladesch an der Grenze
উত্তর আফ্রিকার অস্থিরতার শিকার বাংলাদেশের শ্রমিকছবি: dapd

প্রধানমন্ত্রী আজ প্রবাসী কল্যাণ ব্যাংকেরও উদ্বোধন করেন৷তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ এর ফলে যারা বিদেশে যাবেন তাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে৷ প্রধানমন্ত্রী বিদেশগামী ৪ জনের হাতে জামানত বিহীন ঋণের চেক তুলে দেন৷

এদিকে দুপুরের পর মাদ্রাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি তাদের ধর্মের নামে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের প্রতিরোধের আহ্বান জানান৷ প্রধানমন্ত্রী বলেন, নারী উন্নয়ন নীতিমালা নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে৷ তার সরকার কোরান সুন্নাহ বিরোধী কোন আইন করেনি ৷ ভবিষ্যতেও করবেনা, বলেন প্রধানমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক