1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের দেশে আনা হবে

১১ মার্চ ২০১১

মিশর ও টিউনিশিয়া সীমান্তে অবস্থানরত বাংলাদেশিদের আগামী এক সপ্তাহের মধ্যে ফেরত আনা হবে৷ পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ এবং বিমান মন্ত্রনালয়ের উচ্চ পর্যায়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/10XPT
লিবিয়া- টিউনিশিয়া সীমান্তে বাংলাদেশিরাছবি: dapd

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন৷

লিবিয়ায় সংঘাতময় পরিস্থিতির কারণে এখন সেখান থেকে পালিয়ে মিশর ও টিউনিশিয়া সীমান্তে কমপক্ষে ২০ হাজার বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন৷ দেশে ফেরার অপেক্ষায় তারা এখন অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছেন৷ শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান ইতিমধ্যেই ১৩ হাজার বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে৷ আজকের বৈঠকে বাকিদের দ্রুত ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে৷

Tunesien Libyen Flüchtlinge aus Bangladesch an der Grenze
লিবিয়া থেকে টিউনিশিয়ায় প্রবেশের সময়ে ব্যানার নিয়ে বাংলাদেশিরাছবি: dapd

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, এজন্য আইওএমসহ বিভিন্ন দেশের সহায়তা নেয়া হচ্ছে৷ আর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ধারণ ক্ষমতা কম হওয়ায় তেজগাঁ এবং সেনাবাহিনীর বিমান বন্দর ব্যবহার করা হবে ফ্লাইট অবতরণের জন্য৷

রোববার থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট চালুরও কথা রয়েছে৷ আর পররাষ্ট্রমন্ত্রীরও যাওয়ার কথা রয়েছে মিশর ও টিউনিশিয়ায়৷ তবে এখন যে ২০ বাংলাদেশি সীমান্তে অবস্থান করছে তাদের ফিরিয়ে আনার জন্যই আজকে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ নতুন করে বাংলাদেশিরা সীমান্তে জড়ো হলে তাদের জন্য আবার আলাদা ব্যবস্থা নেয়া হবে বলে বৈঠকে জানান হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন