1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ঝলমলে এক দিন

২৬ নভেম্বর ২০২১

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে পাকিস্তানের খেলোয়াড়রাও লিটন দাস আর মুশফিকুর রহিমকে অভিনন্দন জানালেন হাততালি দিয়ে৷ টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে লিটন আর হার না মানা ৮২-তে এতটাই মুগ্ধতা ছড়িয়েছেন মুশফিক!

https://p.dw.com/p/43XKb
টেস্ট ক্যারিয়ারে লিটনের প্রথম সেঞ্চুরিছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ চট্টগ্রাম টেস্টেও ব‍্যাটিংয়ে নেমে দ্রুত হারিয়ে ফেলে ৪ উইকেট৷ দুইশ রানের অসাধারণ জুটি গড়ে পাকিস্তানের বিপক্ষে সেই বিপর্যয় থেকে টেনে তুলেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম৷ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন৷ সেঞ্চুরি থেকে বেশি মাত্র ১৮ রান দূরে বাংলাদেশের অসংখ‍্য বিপদের ত্রাতা মুশফিক৷

Bildkombo Cricket Bangladesch Liton Das (L) und Mushfiqur Rahim
লিটন ও মুশফিকছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সাত সকালেই ৪৯ রানে নেই ৪ উইকেট৷ চট্টগ্রাম টেস্টে  সেই অবস্থা কাটিয়ে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ৷ ২২৫ বলে করা ১১২ রানের মধ্যে ১১ চার ও একটি ছক্কার মার রয়েছে লিটনের৷ ১৯০ বলে ১০ চারে মুশফিকের রান ৮২৷ অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৪১৩ বলে যোগ করেছেন ২০৪ রান৷

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৫৩/৪ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৩-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০) ৷

 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য