1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাখো লাখো ডলারের উড়োজাহাজ কিনছে বিমান সংস্থাগুলো

২০ জুলাই ২০১০

এয়ার শোর আয়োজন করা হলেই খবর আসে উড়োজাহাজ কেনাবেচার৷ যুক্তরাজ্যের ফার্নবারোতে আয়োজিত এয়ারশো’তে দুই কোম্পানি বোয়িং এবং এয়ারবাসের পক্ষ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার পাবার কথা জানানো হলো৷

https://p.dw.com/p/OPYm
Airbus, Emirates, Airlines, Dubai, উড়োজাহাজ, বিমান
ছবি: AP

সোমবারই শুরু হল এই এয়ারশো৷ ফার্নবারো-র বিমান মেলার এবারের আসরে একটি বিষয় নিয়ে কোম্পানিগুলো খুব দুশ্চিন্তায় ছিল, আর তা হলো অর্থনৈতিক মন্দা৷ গত বছর মন্দার কবলে পড়ার কারণে বিমান সংস্থাগুলোই সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছিল৷ আর মন্দা যখন কাটতে শুরু করেছে, তাই পরিস্থিতিও ভিন্ন৷

সোমবার নির্মাতা কোম্পানি বোয়িং এবং এয়ারবাস জানিয়েছে, তারা উড়োজাহাজ বিক্রির সাড়ে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে৷ এইসব বিমানের বেশিরভাগ যাবে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বিমান লিজিং কোম্পানির কাছে৷ এই দুই প্রতিষ্ঠান কিনবে ৮১টি উড়োজাহাজ৷

বোয়িং কোম্পানির কাছ থেকে এমিরেটস কিনবে ৩০টি দূরপাল্লার বোয়িং ৭৭৭ উড়োজাহাজ৷ দাম পড়ছে ৯ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার৷ অন্যদিকে, এয়ারবাস কোম্পানির কাছ থেকে ৫১টি এ৩২০ বিমান কিনছে লিজিং কোম্পানি এয়ার লিজ কর্পোরেশন, সংক্ষেপে যাকে বলা হয় এএলসি৷ তাদের ৫১টি বিমানের দাম চার দশমিক চার বিলিয়ন ডলার৷

বলে রাখা ভালো, বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাসের সঙ্গে এমিরেটস প্রায় সাড়ে এগার বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে মাত্র একমাস আগেই৷ ফলে তাদের বহরে যোগ হবার কথা আরো ৩২টি এয়ারবাস৷ কিন্তু আবার কেন ৩০টি বিমান? এমন এক প্রশ্নের জবাবে এমিরাটস এর প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতম-এর ভাষ্য, ‘বিশ্বব্যাপী আমরা আমাদের যোগাযোগের জাল বিস্তার করতে চাই৷ আর এ জন্য প্রয়োজন নতুন নতুন বিমান৷ আর তাই বহরের এই বৃদ্ধি৷'

নতুন এই কেনাবেচার খেলায় বেশ জমে উঠেছে এই বিমান মেলা৷ তাই বিশ্লেষকরা বলছেন, গত বছর এই দুই কোম্পানি যখন আর্থিক সংকটের কারণে হাবুডুবু খাচ্ছিলো, ঠিক কিছুদিন বাদেই, অর্থাৎ এই বছরের মাঝামাঝি সময়ে এসে বিমান নির্মাণের দায়িত্ব পাওয়ায়, কোম্পানি দুটি বেশ লাভের মুখ দেখবে বলেই মনে করা হচ্ছে৷

তবে বড় বিমানের চেয়ে এই মেলায় মধ্যপাল্লার বিমানের বেশ ভালো চাহিদা রয়েছে এয়ারশোতে৷ নির্মাতা কোম্পানিগুলো বলছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা এসেছেন৷ তারা অর্ডারও দিচ্ছেন বেশ!

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক