1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইবেরিয়ায় শ্যুটিং হল মিঠুর বাংলা নাটকের

২৭ জানুয়ারি ২০১১

এবার আফ্রিকায় চিত্রায়িত হলো বাংলাদেশের বাংলা নাটক৷ টেলিভিশনের জন্য নাটকটি চিত্রায়িত হয়েছে লাইবেরিয়ায়৷ বাংলাদেশি শিল্পী ছাড়াও এতে অভিনয় করেছেন সে দেশের বেশ কয়েকজন অভিনেতা৷

https://p.dw.com/p/105t2
আফ্রিকায় চিত্রায়িত হলো বাংলাদেশের নাটকছবি: DW

বেশ কয়েক বছর ধরে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হয়ে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা৷ তাঁদের উপর একটি তথ্যচিত্র করতে সেখানে গিয়েছিলেন খালিদ মাহমুদ মিঠু৷ ঐ কাজের ফাঁকে মিঠু বানালেন এই নাটক, অবশ্য সঙ্গে নিয়ে গিয়েছিলেন অভিনয় শিল্পীদের৷ লাইবেরিয়ার জেলে বাংলাদেশের ২০ জন বন্দিকে নিয়ে এই নাটক৷ সত্য ঘটনা অবলম্বনে৷ তিনি এই নাটকের নাম দিয়েছেন স্বপ্ন ভাঙ্গার গল্প৷ নিজেই লিখেছেন নাটকটি৷ আদম ব্যাপারিরা তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে, ফেলে রেখে যায় লাইবেরিয়ায়৷ এরপর এগিয়ে যেতে থাকে কাহিনী৷

দেশে ফিরে সাংবাদিকদের খালিদ মাহমুদ মিঠু জানান, 'আফ্রিকার লাইবেরিয়ায় এবারই প্রথম বাংলাদেশের নাটকের শুটিং৷ দুর্গম এই দেশটিতে নেই থাকার ভালো ব্যবস্থা, আবার নিরাপত্তার বিষয় তো রয়েছেই৷ এর মধ্যেই আমরা কাজ করেছি, বললেন খালিদ মাহমুদ মিঠু৷ এই নাটকে অভিনয় করেছেন নওশীন, শাহেদ ও সোহেল খান৷

মিঠু বললেন, 'লাইবেরিয়ায় শুধু একটি নাটকের শুটিংয়ের জন্য যাওয়া খুবই ব্যয়বহুল৷ তাই আফ্রিকার এই দেশটিতে আমাদের এখানকার কেউ এর আগে কাজ করেনি৷ আশা করছি স্বপ্ন ভাঙার গল্প নাটকের মধ্য দিয়ে দর্শক নতুন একটি দেশ দেখতে পাবে৷'

নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়