1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শপিংমলে রোহিঙ্গা শরণার্থী কর্নার!

১৫ আগস্ট ২০১৯

বিশ্বের সবথেকে বড় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে ইংল্যান্ডের লন্ডনের একটি শপিংমলে একটি কর্ণার বসিয়েছিল দেশটির রেডক্রস৷

https://p.dw.com/p/3Nyn8
Geflüchtete Rohingya Formin Akter
ছবি: Reuters/M. Ponir Hossain

রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে গত সোমবার ওই ‘ইন্টারেক্টিভ ইনস্টলেশনে' দেখানো হয় সেখানে তাঁরা কীভাবে জীবনযাপন করছেন৷ সেনাবাহিনীর দমনপীড়নের পর ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাত লাখেরও বেশি রোহিঙ্গা৷

রেডক্রস বলছে, মানুষ যাতে রোহিঙ্গাদের ভুলে না যায় তা নিশ্চিত করতে হবে৷ রেডক্রসের মুখপাত্র পল আমাদি রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, ‘‘আমরা চাই মানুষ এটা দেখে উদ্বুদ্ধ হোক এবং যেন বুঝতে পারেন রোহিঙ্গারা মানবিক সংকটে এবং ঝুঁকির মধ্যে রয়েছেন৷

পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ড মলে ওই প্রদর্শনীতে বাংলাদেশে আশ্রয় নেওয়া নয় লাখেরও বেশি রোহিঙ্গার জীবনযাত্রা তুলে ধরা হয়, প্রচার করা হয় তাঁদের সাক্ষাৎকার৷

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে কাজ করছে ব্রিটিশ রেডক্রস৷ তারা কয়েক হাজার মানুষকে খাবার পানি, খাদ্য এবং স্বাস্থ্যসেবা দিচ্ছে৷

মিয়ানমার জানিয়েছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তত৷ কিন্তু জাতিসংঘ বলেছে, মিয়ানমারের পরিস্থিতি এখনো রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয়৷ আর রোহিঙ্গারা বলছেন, তারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি এবং নিরাপত্তার গ্যারান্টি চান৷

আমাদি বলেছেন, তিনি আশা করেন এই ইনস্টলেশনটি ক্রেতাদের বোঝাতে সক্ষম হবে রোহিঙ্গারা সেখানে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং তাঁদের সহায়তায় তারা এগিয়ে আসবেন৷

মেগান ডেভিস/এসআই (থমসন রয়টার্স ফাউন্ডশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য