1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে শীর্ষ বৈঠকের পর ব্রেক্সিটের জট ছাড়লো

২৭ ফেব্রুয়ারি ২০২৩

২০২০ সালে ব্রেক্সিট কার্যকর হলেও ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড প্রদেশকে ঘিরে জটিলতা কাটেনি৷ সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট লন্ডনে বোঝাপড়ার ঘোষণা করেছেন৷

https://p.dw.com/p/4O0nb
ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক ও ইইউ কমিশন প্রেসিডেন্ট ফন ডেয়ার লাইয়েন
ছবি: DAN KITWOOD/AFP

ব্রেক্সিটের কালো ছায়া ব্রিটেনের অর্থনীতি ও রাষ্ট্রের ঐক্যের উপর থেকে দূর হচ্ছে না৷ ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাজার নাগালের বাইরে চলে যাওয়ায় ব্রিটেনে একাধিক সংকট দেখা যাচ্ছে৷ তার উপর ইইউ-র সঙ্গে সম্পর্কের উন্নতির বদলে ব্রেক্সিট চুক্তিকে ঘিরে লাগাতার উত্তেজনাও সে দেশের জন্য ক্ষতিকারক হয়েছে৷ চুক্তির নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকলকে ঘিরে উত্তেজনা কাটাতে সোমবার লন্ডনে শীর্ষ পর্যায়ে বৈঠকে অবশেষে আসার আলো দেখা গেলো৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন সোমবার ব্রেক্সিট নিয়ে বিরোধ মেটাতে নতুন বোঝাপড়ার ঘোষণা করলেন৷ ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ নামের নতুন এই ব্যবস্থা নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করার ক্ষেত্রে অনেক অসুবিধা দূর করবে বলে দাবি করা হচ্ছে৷ এক সংবাদ সম্মেলনে সুনাক বলেন, এক ফলে ইইউ-র সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়’ শুরু হলো৷ ফন ডেয়ার লাইয়েন এই বোঝাপড়ার মাধ্যমে আয়ারল্যান্ডের সব সম্প্রদায়ের জন্য শান্তির আশা প্রকাশ করেন৷ তাঁর মতে, নতুন এই ব্যবস্থা উভয় পক্ষের বাজার প্রতি শ্রদ্ধা বজায় রেখে সুরক্ষা নিশ্চিত করবে৷

তবে সাফল্য এলেও সেই ব্যবস্থা উত্তর আয়ারল্যান্ডে অচলাবস্থা কাটাতে পারে কি না এবং ব্রিটেনেও সমালোচকদের শান্ত করতে পারে কিনা, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে৷ ব্রিটেনের বর্তমান সংকটের কারণে রাজনৈতিক আঙিনায় কোণঠাসা হয়ে রয়েছে সুনাকের টোরি পার্টি৷ জনমত সমীক্ষায় বিরোধী লেবার পার্টি অনেক এগিয়ে রয়েছে৷ ব্রেক্সিট চুক্তির সংশোধনকে সাফল্য হিসেবে তুলে ধরে সেই ব্যবধান কমাতে চান প্রধানমন্ত্রী৷ তবে ইইউ-র সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কিছু বাস্তব সমস্যা দূর হলেও উত্তর আয়ারল্যান্ডের ব্রিটেন-পন্থি ডিইউপি পার্টি আবার ক্ষমতা বণ্টনের রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাবে কিনা, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে৷ ব্রেক্সিট চুক্তি অনুযায়ী উত্তর আয়ারল্যান্ড কার্যত ইইউ-র একক বাজারের অংশ থেকে যাওয়ায় এবং ব্রিটেনের মূল ভূখণ্ডের সঙ্গে ব্যবধান দূর না হওয়ায় সেই দলের ক্ষোভ দূর হচ্ছে না৷

নতুন বোঝাপড়ার পরেও উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক জট দূর না হলে প্রধানমন্ত্রীর টোরি পার্টির মধ্যে ইউরোপ-বিরোধী অংশেও বিদ্রোহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ২০১৬ সালে গণভোটের মাধ্যমে ব্রিটেনের মানুষ ইইউ ত্যাগের পক্ষে রায় দেবার পর থেকে দলের মধ্যে তীব্র বিভাজন সরকারের কাজকর্মে অচলাবস্থা সৃষ্টি করে আসছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)