1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে

২৪ ডিসেম্বর ২০২১

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক অবস্থা জানতে ঘটনাস্থলে গেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷ নৌপরিবহণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

https://p.dw.com/p/44nkP
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী(ফাইল ছবি)ছবি: DW

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে৷

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ প্রায় ৭৫ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি সদর হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে৷

লঞ্চের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান ৷

এনএস/কেএম (প্রথম আলো)