1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লঞ্চ ভাড়া বাড়ল ৩০ শতাংশ

১৬ আগস্ট ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/4Fa3z
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৩ টাকা৷ আর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ভাড়া ২ টাকা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে৷

দুই ক্ষেত্রেই ভাড়া বেড়েছে অন্তত ৩০ শতাংশ৷ লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটির সুপারিশে এই নতুন হার চূড়ান্ত করা হয়েছে বলে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়৷

এছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে৷ নতুন এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য