1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লজিওর ফুটবল টিমে মুসোলিনির প্রপৌত্র

২৫ অক্টোবর ২০২১

ইটালিতে লাজিও-র সাবস্টিটিউট ফুটবলার হওয়ার সুযোগ পেলেন বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোম্যানো ফ্লোরিয়ানি মুসোলিনি।

https://p.dw.com/p/428GJ
লজিওর রিজার্ভ বেঞ্চে মুসোলিনির নাতি। ছবি: Emanuele Pennacchio/ANSA/picture alliance

তার বয়স মাত্র ১৮ বছর। লাজিওর যুব দলে তিনি ফুটবল দক্ষতার ছাপ রেখেছেন। আর তাই তিনি ঠাঁই পেলেন মূল দলে। তবে সাবস্টিটিউট বা অতিরিক্ত প্লেয়ার হিসাবে। তিনি হলেন রোম্যানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তবে নিজের জার্সিতে মুসোলিনি লেখেননি। লিখেছেন ফ্লোরিয়ানি এম। এর আগেও যুব দলে খেলেছেন তিনি। সেখানেও জার্সিতে লেখা ছিল ফ্লোরিয়ানি এম। মুসোলিনি লেখেননি। 

আসলে তার দাদুর বাবা বেনিটো মুসোলিনি ছিলেন দুই দশক ধরে ইটালি শাসন করা স্বৈরাচারী শাসক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি হিটলারের সঙ্গে হাত মিলিয়ে লড়েছিলেন। সেই সূত্রেই হিটলার ও মুসোলিনির নাম একসঙ্গে অনেক সময়ই উচ্চারিত হয়। মুসোলিনিকে ইটালিতে ফ্যাসিবাদের জনক বলা হয়। 

Fußball I Italien I ACF Fiorentina U19 vs SS Lazio U19
নিজের জার্সিতে মুসোলিনি লেখেন না, শুধু এম ব্যবহার করেন রোম্যানো।ছবি: Jonathan Moscrop/ZUMAPRESS.com/picture alliance

অতিরিক্ত প্লেয়ার হিসাবে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ। এই খেলায় লাজিও ৪-১ গোলে হেরে যায়। তরুণ ডিফেন্ডার মুসোলিনি দলের বেঞ্চে বসে খেলা দেখেছেন। তবে তিনি মিডফিল্ডেও খেলতে পারেন। রোম্যানো হলেন মাউরো ফ্লোরিয়ানি ও আলেসান্দ্রা মুসোলিনির ছেলে। আলেসান্দ্রা ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ছিলেন।

জন সিল্ক/জিএইচ