1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেকায়দায় বায়ার্ন

৫ অক্টোবর ২০১২

টানা ছয় ম্যাচে জেতার পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরে বায়ার্ন মিউনিখের অবস্থা এখন যেন পচা শামুকে পা কাটার মতো না হয়, সেজন্য সতর্ক করে দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান রুমিনিগে৷ খেলোয়াড়দের মনোবল ফেরানোর চেষ্টা করছেন তিনি৷

https://p.dw.com/p/16L2q
Munich's Franck Ribery reacts during the Champions League Group F soccer match between FC Bate Borisov and FC Bayern Munich at the Dinamo stadium in Minsk, Belarus, 02 October 2012. Photo: Andreas Gebert dpa
Champions League BATE Borisov - Bayern Münchenছবি: picture-alliance/dpa

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে সর্বশেষ হেরেছিলো বায়ার্ন মিউনিখ৷ এরপর টানা দশটি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে প্রথম হারলো তারা বাটে বরিসভের কাছে৷ তাও ৩-১ গোলের মতো বড় ব্যবধানে৷ তবে মিন্সকের সেই হারকে ভুলে পর আবারও জয়ে ধারায় ফিরতে হবে, দলের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কার্ল হাইনৎস রুমিনিগে৷ শনিবার লিগ ম্যাচে হফেনহাইমের বিরুদ্ধে খেলবে বায়ার্ন মিউনিখ৷ সেই ব্যাপারে দলের অন্যতম এই কর্তাব্যক্তি বললেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ যে আমরা হফেনহাইমের বিরুদ্ধে কোনো ধরণের ছাড় দেবো না৷ যাতে বিপক্ষ বুঝতে পারে যে আমরা ম্যাচে হারলেও পরাজিত হইনি৷ আমার মতে, ওই খেলায় হারার পরও আমরা যাতে লক্ষ্যচ্যুত না হই সেটা নিশ্চিত করা খুবই জরুরি'', বলেন রুমিনিগে৷ এদিকে দলের কোচ ইউপ হেইনকেস আর ক্রীড়া পরিচালক মাথিয়াস জামারের মধ্যে মতানৈক্য নিয়ে সম্প্রতি বেশ খবর শোনা যাচ্ছে৷

উল্লেখ্য, বুন্ডেসলিগার প্রথম ছয়টি ম্যাচের সবগুলো জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে তারা৷ ডর্টমুন্ড রয়েছে তৃতীয় অবস্থানে৷ তারা অবশ্য চ্যম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে৷ গোটা ম্যাচে মার্কো রয়েসের গোলে এগিয়ে থাকলেও নব্বই মিনিটের পেনাল্টিতে গোল খেয়ে ড্র করে হলুদ জার্সিরা৷ এদিকে বুন্ডেসলিগার পরের ম্যাচে তারা খেলতে যাচ্ছে হ্যানোভারের বিপক্ষে৷ সর্বশেষ ম্যাচে ম্যোনশেনগ্লাডবাখকে তারা হারিয়েছে ৫-০ গোলে৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য