1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লকডাউনে’ অনাহারে পথের কবুতর

২ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের কারণে প্রায় পুরো বিশ্ব ‘লকডাউন' হয়ে আছে৷ সচেতনতা আর নিষেধাজ্ঞার কারণে রাস্তাঘাট জনশূন্য৷ এ অবস্থায় ‍মানুষের দেওয়া খাবারের উপর নির্ভরশীল রাস্তার পশুপাখি অনাহারে মরতে বসার ঝুঁকিতে৷

https://p.dw.com/p/3aKt7
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst

বন শহর ভিত্তিক ‘জার্মান অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এ বিষয়ে সতর্ক করে বলেছে, জনশূন্য সিটিসেন্টারগুলোতে হাজার হাজার কবুতর খাবারের অভাবে মারা যেতে পারে৷

মানুষ না থাকায় পথচারীদের দেওয়া খাবারের উপর নির্ভরশীল এসব কবুতর এখন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে৷

দাতব্য সংস্থাটির বিশেষজ্ঞ লিওনি ভেগৎজেন দ্য এক্সপ্রেস পত্রিকাকে বলেন, ‘‘কবুতর সহজে নিজের অভ্যাস বদলাতে পারে না৷ তাই সেগুলো সিটিসেন্টার ছেড়ে যাবে না৷ দ্রুত খাবারের ব্যবস্থা করা না হলে সেগুলো অনাহারে মারা যাবে৷

তার উপর এখন ডিম থেকে বাচ্চা জন্মের সময়৷ মা পাখি খাবার যোগাড় করতে না পারলে বাচ্চাগুলো হয়তো বাসার মধ্যেই মারা পড়বে৷’’

কবুতরের খাবারের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে সেখানে তাদের নিয়মিত খাবার দেওয়া আহ্বান জানান তিনি৷ প্রাণী অধিকার সুরক্ষা কর্মী ও স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণের কাজটি করতে পারবেন৷

জার্মানির অনেক শহরেই কবুতর অনেক বেড়ে গেছে এবং সেগুলো নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে৷ তাই বলে সেগুলোকে এভাবে মরতে দেওয়া উচিত হবে না বলে মনে করেন ভেগৎজেন৷ বলেন, ‘‘একসময় মানুষই কবুতরগুলোকে শহরে নিয়ে এসেছিল৷ এখন সেগুলোকে রক্ষা করাও আমাদের বিশেষ দায়িত্ব৷’’

নিক মার্টিন/এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান