1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের নির্যাতনের বিচারে মিয়ানমারে কোর্ট মার্শাল

২৬ নভেম্বর ২০১৯

রোহিঙ্গাদের উপর চালানো নিষ্ঠুরতার ঘটনায় কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার শুরু করেছে মিয়ানমার৷ সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে৷

https://p.dw.com/p/3Tm0V
Myanmar Grenzpolizei
ছবি: picture-alliance/AP Photo/E. Htusan

রোহিঙ্গাদের উপর নিষ্ঠুরতার ঘটনায় মঙ্গলবার নিজস্ব আদালতে বিচার শুরু করেছে মিয়ানমারের সামরিক বাহিনী৷ তদন্তের পর এই বিচার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন৷

উল্লেখ্য, রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার দায়ে গত ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে  ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া৷ আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এই মামলার শুনানি হবে৷ সেখানে মিয়ানমারের নেত্রী অং সান সুচির উপস্থিত থাকার কথা রয়েছে৷ পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি-তেও মামলা করা হয়েছে, যদিও এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমার৷

আন্তর্জাতিকভাবে বিচারের এই উদ্যোগ নিজেদের সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি হিসেবে অভিহিত করে মিয়ানমার বলে আসছে তারা নিজেরাই অভিযোগগুলো তদন্ত করবে৷

ঠিক এমন প্রেক্ষাপটেই কোর্ট মার্শালের কথা জানালো দেশটি৷ এ বিষয়ে রয়টার্সকে সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন বলেন, গু দার পিন নামের একটি গ্রামে নিয়োজিত সৈন্য ও কর্মকর্তারা যথাযথভাবে সামরিক নির্দেশ পালন করেনি৷

এ বিষয়ে সামরিক বাহিনী তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, গু দার পিনে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সামরিক আইনে বিচার করা হচ্ছে৷

উল্লেখ্য, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেয়া তথ্য ও মোবাইলে করা ভিডিওর প্রেক্ষিতে মিয়ানমারের এই গ্রামটিতে অন্তত পাঁচটি গণকবর থাকার কথা জানিয়েছিল বার্তা সংস্থা এপি৷ যা অস্বীকার করে এসেছে মিয়ানমার৷ 

২০১৭ সালে একটি গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার দায়ে সাত সৈন্যকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ এক বছরের কম সময়ের মধ্যে্ অবশ্য তাদের মুক্তি দেয়া হয়৷

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান