1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে শিশুসহ ছয় জনের মৃত্যু

২৭ জুলাই ২০২১

কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এবং পানিতে ভেসে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুসহ ছয় জন নিহত হয়েছেন, আহতও হয়েছেন কয়েকজন৷

https://p.dw.com/p/3y7q3
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/M. U. Zaman

মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর ও ১৮ নম্বর শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়৷ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন খবরটি নিশ্চিত করেন৷  তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি৷

সামছু-দৌজা বলেন, দুপুরে ভারী বৃষ্টি হলে পাহাড়ের ঢালের নীচে ১০ নম্বর শিবিরের দুই-তিনটি বসতির ওপর মাটি পড়ে৷ মাটিচাপায় শিশুসহ পাঁচ রোহিঙ্গা শরণার্থী ঘটনাস্থলে নিহত হন, আহত হন বেশ কয়েকজন৷

তিনি আরো জানান, ১৮ নম্বর শিবিরে একই সময় বৃষ্টিতে পাহাড়ি ঢালের স্রোতে এক শিশু ভেসে যায় এবং পরে ওই শিশুর লাশ পাওয়া যায়৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য