1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট দিয়ে আগাছা পরিষ্কার

২৯ অক্টোবর ২০১৯

জার্মানিতে আগাছা নিড়ানোর জন্য রোবটের সাহায্য নিচ্ছেন কোনো কোনো চাষি৷ রোবট খুব সহজে আগাছাগুলোকে চারা থেকে আলাদা করে দিচ্ছে৷ সেই সুযোগে সহজেই তা তুলে নিচ্ছেন চাষিরা৷

https://p.dw.com/p/3S7KC
Deutschland Heilig-Kreuz-Kapelle zwischen Feldern
ছবি: picture-alliance/blickwinkel/S. Ziese

উত্তর সাগরের তীরবর্তী একটি গ্রামে রয়েছে ওয়েস্টহফ বিও নামের খামার৷ নানান শস্যের ফলন হয় সেখানে৷ মূলত জৈব পদ্ধতিতে চাষ করেন খামারটির মালিক রাইনার কার্সটেন্স৷

এখন তাঁর জমিতে একটি প্রোটোটাইপ পরীক্ষা হচ্ছে৷ এর লক্ষ্য প্রযু্ক্তি আগাছার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ফসলের ফলন বাড়াবে৷

সে কাজে তিনি ব্যবহার করেন এক রোবট৷ নাম বনিরোব৷

‘‘এ কাজে আমি নিজেকে দূরদর্শী মনে করি, কারণ আমি এক দশক পর মুখোমুখি হবো, এমন সব সমস্যার সমাধান করার চেষ্টা করছি,'' বলেন কার্সটেন্স৷

চাষীরা এরই মধ্যে মাঠে কাজ করার জন্য যথেষ্ট লোক পাচ্ছেন না৷ বনিরোব এই শ্রমিক ঘাটতি মেটাতে সক্ষম৷ সে আগাছা খুঁজে বার করে তা রাসায়নিক ছাড়াই ধ্বংস করতে সহযোগিতা করে৷

তবে রোবটটি এখনো শিখছে৷ চাষী রাইনার সেজন্য আইটি বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছেন৷ বনিরোব এখন শুধু চেনে, কোন চারাটি দরকার, কোনটি দরকার নেই৷

রোবট যখন আগাছা পরিস্কারক

‘‘কল্পনা করুন যে আপনি একটি সবুজ ও একটি লাল কালি দিয়ে ছবি আঁকছেন৷ তখন আমরা তাকে বলছি এগুলো গাজর এবং এগুলো আগাছা৷ পরে আমরা ছবি দিচ্ছি তাকে এবং বলছি এবার খুঁজে বের করো৷ কোথায় তুমি লাল আর কোথায় সবুজ দেবে? এরপর আপনি এ জিনিস দেখতে পাবেন৷ সে তখন সব ছবি পরীক্ষা করে বলে, ‘তুমি আগাছা','' বলেন আইটি বিশেষজ্ঞ স্টেফান হুসমান৷ তিনি ওয়েস্টক্যুস্টে ইউনিভার্সিটিড অফ অ্যাপলায়েড সায়েন্সেসে গবেষণা করেন৷

চাষে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে পরে সবজি থেকে আগাছা হাত দিয়ে আলাদা করা হচ্ছে৷ অন্তত এটি পরিবেশবান্ধব৷ যন্ত্রটি সৌরশক্তি দিয়ে চলে৷

পৃথিবীতে বড় দূরদর্শী চিন্তার চাহিদা রয়েছে৷ ডিজিটাল প্রযুক্তি চাষপদ্ধতি বদলে দিতে পারে৷ স্টেফান বলেন, ‘‘আমাদের স্বপ্নের যাত্রা এখানে, ছোট একটা ট্রেলার দিয়ে দরজাটা খুললাম আমরা৷ পরে একশ' ড্রোন উড়বে মাঠ জুড়ে আর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করবে৷''

তাহলে কবে থেকে ড্রোন সব কঠিন কাজগুলো করা শুরু করবে? খামারের কাজ কেমন করে বদলাবে? খাদ্য উৎপাদন ও পশুর খামারে ডিজিটালাইজেশন বলতে সামনে কী বোঝাবে? সব নির্ভর করছে নতুন সব প্রযুক্তি ও তার প্রয়োগের ওপর৷

মারিয়ন হুটার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য