1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজার আগে সমকামীদের সুখবর দিল ব্রুনাই

৬ মে ২০১৯

রোজা শুরু উপলক্ষ্যে রবিবার টেলিভিশনে দেয়া ভাষণে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের বিধান স্থগিতের ঘোষণা দিয়েছেন৷ একমাস আগে এই বিধান চালু হয়েছিল৷

https://p.dw.com/p/3Hz91
Brunei Sultan Hassanal Bolkiah - Neue Gesetze
ছবি: Getty Images/AFP

তবে এ পর্যন্ত কারো বিরুদ্ধে তা প্রয়োগ করা হয়নি৷

 সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালুর ঘোষণার পর জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও তারকা এর তীব্র নিন্দা জানিয়েছিলেন৷ জর্জ ক্লুনি, এলটন জনের মতো তারকারা সুলতানের মালিকানায় থাকা বিভিন্ন হোটেল বর্জনের ডাক দিয়েছিলেন৷ লন্ডন, লস এঞ্জেলেসের মতো জায়গায় সুলতানের হোটেল ব্যবসা রয়েছে৷

ব্রুনাইয়ের সুলতান বলেন, নতুন আইন সম্পর্কে ‘ভুল বোঝাবুঝি' তৈরি হয়েছে৷ ‘‘আমাদের মনে হয়েছে, আইনটি অনেকে ভুল বুঝেছেন, যেখান থেকে আশঙ্কা তৈরি হতে পারে৷ তবে আমাদের বিশ্বাস, যখন এমন ভুল বোঝাবুঝির অবসান হবে তখন আইনের গুরুত্ব স্পষ্ট হবে,'' ভাষণে বলেন তিনি৷

এদিকে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ড স্থগিত নয়, সেটি পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত ব্রুনাইয়ের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে৷

উল্লেখ্য, ব্রুনাইয়ে মাদক পাচার, পরিকল্পিত হত্যাকাণ্ড ইত্যাদি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে৷ তবে নব্বইয়ের দশক থেকে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রুনাই ২০১৪ সালে সৌদি আরব ও ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মতো জাতীয় পর্যায়ে শরিয়া পেনাল কোড চালু করে৷ তবে এই আইনের অধীনে শাস্তি হিসেবে শুরুতে শুধু জেল-জরিমানার বিধান চালু হয়৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)