1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়ালের পুনরুত্থান স্পষ্ট

১৪ আগস্ট ২০১৪

বিশেষ করে মঙ্গলবার উয়েফা সুপারকাপে সেভিইয়াকে ২-০ গোলে হারানোর পর৷ কার্ডিফ-এ খামেস রদ্রিগেজ ও টোনি ক্রোস, দুই নবাগতই মাঠে নেমেছেন বটে, কিন্তু গোল দু’টো করেছেন এক পুরাতন পাপী: ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷

https://p.dw.com/p/1CtV9
Toni Kroos UEFA Super Cup Madrid vs Sevilla
ছবি: Reuters

সুপারকাপ জেতার পর রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলটি বলেছেন, তাঁর দল সাফল্যের একটি নতুন তোড়ে ভাসতে চলেছে৷ শুধু রেয়ালের ‘অ্যাটাক'-কেই ধরা যাক না কেন: রোনাল্ডো ছাড়া গ্যারেথ বেইল, করিম বেনজেমা ইত্যাদিকে ধরলে, রেয়ালের ফরোয়ার্ড লাইনের নগদ মূল্য দাঁড়ায় ৪১ কোটি ৪০ লাখ ডলার৷ আঞ্চেলটি-ও কম যান না৷ তাঁবের রথী-মহারথীদের বলেছেন, এ মরশুমে আমাদের লক্ষ্য হলো, ছ'টি সম্ভাব্য খেতাবের সব ক'টি জয় করা৷ কেন? ‘‘আমরা একটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু করতে চলেছি বলে আমার ধারণা, কেননা আমাদের একটি আশ্চর্যরকম উচ্চমানের স্কোয়াড রয়েছে,'' বলেছেন আঞ্চেলটি৷

UEFA Champions League Real Madrid Borussia Dortmund
গোল দু’টো করেছেন এক পুরাতন পাপী: ক্রিস্টিয়ানো রোনাল্ডোছবি: Getty Images

‘‘আমি কিছু অসাধারণ প্লেয়ারকে কোচ করার সুযোগ পেয়েছি৷....আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি এবং সব ক'টি চ্যাম্পিয়নশিপ ও কাপে অংশ নিতে পারি৷....এই দলকে আরো ‘ইমপ্রুভ' করা সম্বব নয়৷ আমাদের একদল অসাধারণ প্লেয়ার রয়েছে এবং স্কোয়াডকে তার পূর্ণ শক্তিতে ব্যবহার করাটাই হলো আসল কথা৷ এই দলে কোনো স্থায়ী একাদশ নিয়ে খেলা সম্ভব বলে আমি মনে করি না, কেননা ওরা সবাই অসাধারণ খেলোয়াড়....প্লেয়ার রোটেট করে গোটা স্কোয়াডটাকে খেলাতে হবে৷''

রেয়াল মাদ্রিদ তার খেলার স্টাইল – দ্রুত পাল্টা আক্রমণ – এ মরশুমেও পাল্টাবে না, বলে জানিয়েছেন কার্লো আঞ্চেলটি৷ ক্রোস আর রদ্রিগেজ রোনাল্ডো বা বেইলের মতো জেট-স্পিড না হলেও, ‘‘ক্রোস সাবি আলন্সোর মতো একই পজিশনে খেলেছে এবং একই লক্ষ্য নিয়ে,'' বলেছেন আঞ্চেলটি: ‘‘বলটা সার্কুলেট করা আর যেখানে সম্ভব, আমাদের ফরোয়ার্ডদের স্পিড-কে কাজে লাগানো''৷

রোনাল্ডো নিজেও মাদ্রিদের দুই নতুন রংরুটের মহরতে সুখি৷ ‘‘ক্রোস আর খামেস খুব ভালোভাবে মিশে যাচ্ছে....ওরা দু'জনেই দারুণ খেলোয়াড়,'' বলেছেন রোনাল্ডো৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য