1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রূপচর্চায় ফেস মাস্ক আর নয়!

১২ নভেম্বর ২০১৮

নিজেকে সুন্দরী হিসেবে উপস্থাপন করতে কে না চায়? তবে নারীর মধ্যে এই প্রবণতা কি একটু বেশি? নাহলে, শুধু ইন্টারনেটে আরেকজনের বুদ্ধিতে কেউ মুখে চারকোল লাগিয়ে বিপদে পড়েন!

https://p.dw.com/p/385dP
প্রতীকী ছবিছবি: picture-alliance/F. Hecker

শিক্ষা হয়েছে তাঁর৷ কোথায় ভেবেছিলেন নিজের সৌন্দর্য্য বাড়বে, হয়েছে পুরো উলটো৷ কালো চারকোল ফেস মাস্ক লাগানো পর্যন্ত সবই ঠিক ছিল৷ কিন্তু সেটা তুলতে গিয়ে বাঁধলো বিপত্তি৷ ভিডিওতে বোঝাই যাচ্ছে, সেটা তুলতে গিয়ে কতটা কষ্ট পাচ্ছেন সেই নারী৷ একপর্যায়ে কাঁদতে শুরু করেন তিনি৷

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেশ খানিকক্ষণ চেষ্টার পরও পুরো মাস্ক তুলতে সক্ষম হননি তিনি৷ বরং ব্যথায় কুকড়ে গেছেন কয়েকবার৷ এমনকি মাকেও ডেকেছেন সহায়তার জন্য৷ কিন্তু, কিছুতেই কিছু হচ্ছিল না৷ চেহারার যেটুকু অংশ থেকে মাস্ক তুলতে সক্ষম হন, সেই অংশ দেখে মনে হচ্ছিল চামড়াই বুঝি তুলে নেয়া হচ্ছে৷

যাই হোক, একপর্যায়ে ক্ষান্ত দেন তিনি৷ তাঁর চেহারার উপরে আটকে থাকা বাকি মাস্ক অন্য কোনো সহজ উপায়ে তোলার সিদ্ধান্ত নেন৷ আর সবাইকে একটাই পরামর্শ দিয়েছেন, দয়া করে ইন্টারেনেটে অন্য কাউকে দেখে উৎসাহিত হয়ে এমনটা যেন কেউ না করেন৷ বরং ভালোভাবে নিশ্চিত হয়েই প্রসাধন ব্যবহার করা উচিত৷

এআই/ডিজি