1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুমানা মঞ্জুরের উপর নির্যাতনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ

১৫ জুন ২০১১

বাংলাদেশের সংবাদ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের উপর তাঁর স্বামীর পাশবিক নির্যাতনের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷

https://p.dw.com/p/11aK2
‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় প্রতিবছর ক্ষতির পরিমাণ জিডিপির ২ শতাংশ’ছবি: AP

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের উপর তাঁর স্বামীর নির্যাতনের ঘটনা সব কাগজেই ফলাও করে ছাপা হয়েছে৷ সমকালের শিরোনাম, ‘পাষণ্ড স্বামীর বিচার চাই'৷ ‘দৈনিক কালের কণ্ঠ'র সম্পাদকীয়তে পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক, কঠোর শাস্তির দাবি করা হয়েছে৷ আরও লেখা হয়েছে, আজকের দিনে, যখন সমাজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে মানুষ – তখন একটি সুশিক্ষিত পরিবারের কোনো নারী সদস্য এভাবে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করবেন কেন? এ লজ্জা শুধু ওই পরিবারটির নয়, এই সমাজের, এই দেশের৷ কিন্তু পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে এখনো অবস্থা অপরিবর্তনীয় রয়ে গেছে বলেই মনে হয়৷ একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় প্রতিবছর ক্ষতির পরিমাণ জিডিপির ২ শতাংশ৷

বাংলাদেশে দুই প্রধান দলের বর্তমান রাজনৈতিক বিরোধের নানা দিক আজকের শিরোনামে প্রতিফলিত হয়েছে৷ দৈনিক প্রথম আলো জানিয়েছে, আওয়ামী লীগ জোট সরকারের উপর চাপ বাড়াতে বিরোধী বিএনপি এ মাসের ২৬ ও ২৭ তারিখ ঢাকা থেকে একটি রোডমার্চ শুরু করার পরিকল্পনা করছে৷ আরও জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে না বসার ব্যাপারে আগের সিদ্ধান্তে অনড় আছে দলটি৷ বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, বিএনপির পেছনে ফেরার সুযোগ নেই৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে যে অবস্থান দলটি নিয়েছে, তাকে এগিয়ে নিতে হবে৷ দৈনিক সমকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বরাত দিয়ে লিখেছে, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে সংসদে আসতে বাধ্য হবেন৷ আওয়ামী লীগের ওপর কোনো আঘাত এলে তা প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত৷ তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস৷ কারও রক্তচক্ষুকে ভয় পান না তারা৷ দৈনিক ইত্তেফাক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার বরাত দিয়ে লিখেছে, ‘‘আমরা যেন বড় দুটি রাজনৈতিক দলের যাঁতাকলে পড়ে আছি৷ এ দুটি পার্টি অনেক উপরে৷ আর নিচে ছোট ছোট দলগুলো ‘কিলবিল' করছে৷ এ থেকে মুক্ত যেন হতে পারি৷ সেই জন্যে ছোট ছোট দলগুলোকে কীভাবে সহায়তা করতে পারি সেই চেষ্টাই করছি৷''

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী