1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রিমেক' আমার পছন্দ নয়: অমিতাভ বচ্চন

২০ জুন ২০১১

বলিউডের অতীত ও বর্তমান যুগের তুলনা টানতে গিয়ে সিনিয়র বচ্চন বললেন, পুরানো ছবি নতুন করে তৈরি করার ধারা তাঁর মোটেই পছন্দ নয়৷

https://p.dw.com/p/11fPc
আজকের যুগের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছেন বচ্চনছবি: picture alliance/Photoshot

‘রিমেক' আর ‘রিমিক্স'এ ভরে যাচ্ছে বলিউড৷ অতীতের কোনো ছবি বা গান আবার নতুন করে তৈরি করে বাজারে আনার প্রবণতার দৃষ্টান্তের অভাব নেই৷ কিন্তু বলিউডের ‘শাহেনশাহ' এবার বললেন, ‘রিমেক' তিনি একেবারেই পছন্দ করেন না৷ উল্লেখ্য, এই মুহূর্তে ‘সাত্তে পে সাত্তা' ও ‘অগ্নিপথ'এর মতো বচ্চন অভিনীত একাধিক ছবির ‘রিমেক' তৈরির কাজ চলছে৷

‘‘অভিষেক ও আমি মনে করি, মূল ছবি যেভাবে আছে তাকে সেভাবেই রেখে দেওয়া হোক৷ এখন যারা ‘রিমেক' করছেন, তাদের হাতে অবশ্যই মূল ছবির স্বত্ব রয়েছে৷ অতএব তারা ছবি বানাতেই পারেন৷'' ব্যক্তিগতভাবে ‘রিমেক' পছন্দ না করলেও বচ্চন এই ধারার ছবির পেছনে ভাবনা বুঝতে পারেন৷ উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘‘একটা প্রজন্মের কাছে দেবদাস মানেই কেএল সায়গল৷ আবার আমার প্রজন্মের কাছে দিলীপ কুমারই হলেন আসল দেবদাস৷ আর আজকের প্রজন্মের কাছে দেবদাস মানে শাহরুখ খান৷ প্রত্যেক প্রজন্মের নিজস্ব রুচি, ভাল বা মন্দ লাগার বিষয়টি রয়েছে৷ ফলে একই ছবি বার বার নতুন রূপে নতুন সাজে তৈরি করা হয়৷ কে জানে, কয়েক বছর পর হয়তো সবাই ভাববে শাহরুখই ‘আসল' ডন৷''

Don 2 Kino FIlm Berlin Bllywood Shah Rukh Khan
‘ডন ২’ ছবির শুটিং’এ বার্লিনে শাহরুখ ও প্রিয়াঙ্কাছবি: DW

আসল-নকলের এই মূল্যায়নে নিজেকেও বাদ দিচ্ছেন না অমিতাভ বচ্চন৷ যেমন সুপারস্টার তকমার পাশে তাঁকে যেভাবে প্রথম ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান'এর খেতাব দেওয়া হয়েছিল, সেটা একেবারেই ঠিক নয় বলে করেন তিনি৷ সুনীল দত্ত ‘মাদার ইন্ডিয়া' ছবিতে আগেই এমন ভাবমূর্তি গড়ে তুলেছিলেন বলে বচ্চন মনে করেন৷

বলিউডের অতীত ও বর্তমান যুগের আরও কিছু তুলনা করেছেন বচ্চন৷ যেমন আগে এত যত্ন নিয়ে চিত্রনাট্য লেখা হত, যে বহুদিন ধরেই মানুষের মুখে ছবির সংলাপ শোনা যেত৷ গানের সুরের মধ্যে যে মধুর ভাবটা ছিল, তাও আজ যেন কিছুটা কর্কশ হয়ে গেছে৷

তবে মুখে যাই বলুন না কেন, আজকের যুগের সঙ্গেও যে বচ্চন নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ