1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনোনয়ন গ্রহণ করলেন ট্রাম্প

Sanjiv Burman২২ জুলাই ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করেছেন৷ ক্লিভল্যান্ডে দলটির জাতীয় সম্মেলনে ট্রাম্পের প্রার্থীতা চূড়ান্ত হয়৷

https://p.dw.com/p/1JUEK
USA Republican National Convention in Cleveland Donald Trump Rede
ছবি: picture-alliance/dpa/T. Maury

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়ন গ্রহণ করার সময় ট্রাম্প নিজেকে কর্মজীবী শ্রেণির বন্ধু হিসেবে উপস্থাপন করেন এবং জানান যে, যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরায় ভালো করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ৷ ট্রাম্প বলেন, ‘‘আমরা আমাদের দলকে আবারো হোয়াইট হাউসে ফিরিয়ে নিয়ে যাবো এবং আমাদের দেশে আবার নিরাপত্তা, সমৃদ্ধি এবং শান্তি ফিরিয়ে আনবো৷ আমরা এমন এক দেশ হবো যার ঔদার্য এবং উষ্ণতা রয়েছে, তবে একইসঙ্গে আইনশৃঙ্খলাও থাকবে৷''

‘প্রপার্টি বিলিয়নিয়ার' ট্রাম্প তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালের বিভিন্ন সামাজিক অস্থিরতা এবং পুলিশ কর্মকর্তাদের হত্যার কথা তুলে ধরেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে তিনি প্রেসিডেন্ট হলে মানুষের নিরাপত্তা আবারো ফিরিয়ে আনা হবে৷

ট্রাম্প আরো জানান যে, বিশ্বের মধ্যে নিজের অবস্থান হারিয়েছে যুক্তরাষ্ট্র এবং ভবিষ্যতে এই বিষয়টির দিকেও তিনি নজর রাখবেন৷ তিনি বলেন, ‘‘আমার বার্তা হচ্ছে, অনেক কিছু বদলাতে হবে এবং সেগুলো এখনই পরিবর্তন হওয়া উচিত৷''

এদিকে, ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি সেন্ডারস এক টুইটে ট্রাম্পের সমালোচনা করে লিখেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের সকল সমস্যা ট্রাম্প একাই (কংগ্রেসকে সঙ্গে নিয়ে নয়) সমাধান করতে চাচ্ছেন৷ তিনি কি আসলে প্রেসিডেন্ট পদ চাচ্ছেন, নাকি একনায়ক হতে চাচ্ছেন?''

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে লড়বেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ তিনিও বেশ জোরেসোরেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন৷

এআই / এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য