1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রায়ান এয়ারে বর্ণবিদ্বেষের ভিডিও ভাইরাল

২৪ অক্টোবর ২০১৮

রায়ান এয়ারের একটি ফ্লাইটে এক কৃষ্ণাঙ্গ বৃদ্ধাকে পাশে বসতে দিতে অস্বীকৃতি জানিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন একজন শ্বেতাঙ্গ৷ সেই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল৷

https://p.dw.com/p/374gF
Slowakei Flugzeug der Billigflug-Gesellschaft Ryanair | Flughafen von Bratislava
ছবি: picture-alliance/imageBroker/F. v. Poser

গত ১৯ অক্টোবর বার্সেলোনা থেকে লন্ডনগামী ফ্লাইটে এই ঘটনা ঘটে৷ আরেকজন যাত্রী ঘটনাটি ভিডিও করে তা ফেইসবুকে শেয়ার করার পর বিশ্বব্যাপী তুমুল হৈ চৈ পড়ে যায়৷

ইন্ডিপেনডেন্ট, গার্ডিয়ান, বিবিসি, সিএনএনসহ যুক্তরাজ্য, যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়৷ এর মধ্যে একটি টেলিভিশন চ্যানেল সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা বলেছেন ওই নারী৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ৷

ডেলসি গেইল নামের ৭৭ বছরের ওই নারী চলাচলে ততটা সক্ষম নন৷ ওই শ্বেতাঙ্গকে জানালার পাশের আসনে যেতে দিতে কিছুটা সময় লাগায় তাঁর ওপর ক্ষেপে যান ওই ব্যক্তি৷ তাঁকে ‘কুৎসিত কালো জারজ' বলে গালি দেন৷ তাঁকে পাশে বসতে দিতে অস্বীকৃতি জানান৷

এক পর্যায়ে ওই বৃদ্ধাকে সরিয়ে অন্য আসনে বসায় রায়ান এয়ার কর্তৃপক্ষ৷ ডেভিড লরেন্স নামের আরেক যাত্রী ঘটনার ভিডিও করে তা ফেসবুকে শেয়ার করেন৷

‘‘রায়ান এয়ারের ফ্লাইটে বর্ণবিদ্বেষী ব্যক্তি প্রবীণ কালো নারীর পাশে বসতে অস্বীকৃতি জানিয়েছে, তাকে ‘কুৎসিত কালো জারজ' বলেছে এবং রায়ান এয়ার-কিছুই করেনি!!!'' ভিডিওর ক্যাপশনে লেখেন তিনি৷  

আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে৷বর্ণবৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন মানুষ৷ ভিডিওটি এরইমধ্যে ৬৪ লাখের বেশি বার দেখা হয়েছে৷ শেয়ার করা হয়েছে ৭১ হাজার ৩৬৪টি ফেসবুক অ্যাকাউন্ট থেকে৷

এই ঘটনার জের ধরে রায়ান এয়ার বর্জনেরও ডাক এসেছে৷

এ প্রেক্ষাপটে আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, ঘটনাটি নিয়ে তিনি প্রচণ্ড মনোকষ্টে ভুগছেন৷

‘‘ঘুমোতে গিয়েও আমার মনে প্রশ্ন জাগে, আমি কী করেছি? আমি এমন কিছুই করিনি যার কারণে সে আমার গায়ের রং নিয়ে এভাবে আক্রমণ করতে পারে৷''

এএইচ/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান